সুস্বাস্থ্য সচেতন টোটার লেখায় এসেছে সুস্থতার প্রসঙ্গও ৷ তিনি মনে করেন, মানুষ আসলে উপলব্ধি করতেই পারেনি যে সুন্দর সম্পর্ক আর স্বাস্থ্যই প্রকৃত সম্পদ ৷ নিজের ছবির সঙ্গে পর্দার ফেলুদা লিখছেন ‘আজ যখন বাধ্য হয়েছি ঘরবন্দী হয়ে থাকতে, অনেকেই নিকটজন, প্রিয়জনদের হারিয়েছি; তখন টের পাচ্ছি যে অকারণেই ছুটে গেলাম, দু দন্ড দাঁড়িয়ে যদি চারপাশের দৃশ্য উপভোগ করতাম, আশপাশের মানুষজনের সাথে প্রাণখুলে কথা বলতাম তাহলে বোধগম্য হতো যে সুখ ভবিষ্যতে বিরাজ করে না। করে বর্তমানে।’
advertisement
ছোট পর্দার দর্শকদের ‘শ্রীময়ী’ ধারাবাহিকে টোটার অভিনীত চরিত্র রোহিত সেন খুবই পছন্দের ৷ ধারাবাহিকের অন্যত কুশীলব ইন্দ্রাণী হালদা এবং সুদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে নিজের ছবিও শেয়ার করেছিলেন কিছু দিন আগে ৷ ক্যাপশনে বলেছিলেন, তাঁরা দুজনেই তাঁর প্রিয় শিল্পী ৷
অভিনয়ের পাশাপাশি টোটা একজন দক্ষ নৃত্যশিল্পীও ৷ কিছু দিন আগে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডসের রাতে তাঁর পারফরম্যান্স তাক লাগিয়ে দিয়েছে সকলের ৷ পাশাপাশি, শরীরচর্চা ও শারীরিক কসরৎ নিয়ে টোটার পোস্ট দেখতে অভ্যস্ত অনুরাগীরা ৷
ডিসেম্বর মাসে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ছিন্নমস্তার অভিশাপ’-এ টোটা অভিনয় করেন ফেলুদার ভূমিকায় ৷ প্রাইভেট ইনভেস্টিগেটর প্রদোষচন্দ্র মিত্রের ভূমিকায় তাঁকে দেখে মুগ্ধ বেশিরভাগ দর্শক ৷ তবে অবধারিতভাবেই সৌমিত্র চট্টোপাধ্যায় ও সব্যসাচী চক্রবর্তীর মতো বিগত দুই ফেলুদার সঙ্গে তুলনা এসে হাজির হয়েছে ৷ টোটা অবশ্য সব্যসাচীকেই তাঁর নিজের ফেলুদা বলে মনে করেন ৷ সৃজিতের পরিচালনায় আরও একটি ফেলু অভিযান ‘যত কাণ্ড কাঠমান্ডু’-তে দেখা যাবে টোটাকে ৷