বাঙালির সাম্প্রতিকতম ফেলু মিত্তির টোটা রায়চৌধুরী ফেসবুকে এই সংক্রান্ত পোস্ট করেছেন ৷ সেখানে টোটা বলেছেন, তাঁকেও অনেকে জিজ্ঞাসা করছেন কবে মুক্তি পাবে ফেলুদার কাঠমাণ্ডু অভিযান ৷ টোটা নিজেও জানেন না, কবে নেটিজেনরা দেখতে পাবেন ছবিটি ৷ তিনি নিজের সম্পূর্ণ ছবিটি দেখেননি এখনও ৷ ডাবিং করার সময় শুধু নিজের অভিনীত অংশটুকু দেখেছেন ৷
advertisement
তবে টোটার আশ্বাস, চলতি বছরের ডিসেম্বরেই ওটিটি মঞ্চে হাজির হবে ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’৷ দর্শক তথা ফেলুভক্তদের আর একটু ধৈর্য ধরতে অনুরোধ করেছেন অভিনেতা ৷ পোস্টের সঙ্গে ‘ছিন্নমস্তার অভিশাপ’ থেকে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন তিনি ৷ ট্যাগ করেছেন সৃজিত মুখোপাধ্যায়কেও ৷ তবে এই প্রসঙ্গে সৃজিতের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও আসেনি ৷
এর আগে নব্বইয়ের দশকে শেষে টেলিভিশনের জন্য ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’ পরিচালনা করেছিলেন সন্দীপ রায় ৷ ফেলুদা অভিযানের তিরিশ বছর পূর্তি উপলক্ষে সিরিজের নাম ছিল ‘ফেলুদা ৩০’ ৷ এই টেলিছবিতে ফেলুদার ভূমিকায় ছিলেন সব্যসাচী চক্রবর্তী ৷ তোপসের চরিত্রে অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় ৷ জটায়ু হিসেবে দর্শক পেয়েছিল অনুপকুমারকে ৷ এই ছবির পরেই প্রয়াত হন তিনি ৷
তারও আগে আশির দশকের শেষে এই গল্প অনুসরণে ‘কিস্যা কাঠমাণ্ডু মেঁ’ পরিচালনা করেছিলেন সন্দীপ রায় ৷ হিন্দিতে সেই ফেলুদা অভিযানে প্রদোষচন্দ্র মিত্রের ভূমিকায় ছিলেন শশী কপূর ৷ তোপসের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী পল্লবী যোশির ভাই অলঙ্কারকে ৷ মোহন আগাসে অভিনয় করেছিলেন জটায়ুর চরিত্রে ৷ পরে সন্দীপ রায়ের পরিচালনায় বাংলায় ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ ছবিতে তিনি হয়েছিলেন মগনলাল মেঘরাজ ৷ তবে ‘কিস্যা কাঠমাণ্ডু মেঁ’ ছবিতে এই চরিত্রে ছিলেন এক ও অদ্বিতীয় উৎপল দত্ত-ই ৷