পরিচালক দ্বৈপ্যন এম জানান “এই ছবিতে শুভঙ্কি ও আরিয়ান কে নতুন জুটি হিসাবে দর্শক উপহার পাবে। ছবিতে বেশ কয়েকটি গান রয়েছে। এই ছবিতে পুরোপুরি থ্রিলার মোড়কে গল্প দেখানো হবে।আশা করছি দর্শকদের ভালো লাগবে এই ছবি”।
advertisement
অভিনেত্রী শুভঙ্কি বলেন, “এই ছবিতে পুরোপুরি ভিন্ন লুকে দর্শক আমাকে দেখতে পাবে। থ্রিলার, মার্ডার, রহস্যে এই সবকিছু নিয়ে স্লেয়ার। আরিয়ান ভৌমিকের সাথে কাজ করার অভিজ্ঞতা দারুন। আশা করছি প্রজেক্টটা সবার খুব ভালো লাগবে”।
ছবির শ্যুটিং হয়েছে কলকাতা শহরে। ছবিতে মিউজিক এর দ্বায়িত্বে রয়েছেন প্রীতম দেব। চলতি বছরে প্রযোজক অমিত সিনহা এর প্রযোজনায় “অ্যাম্পল ড্রিমস ডেভেলপারস” এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি।
আরও পড়ুন: ‘বিয়ে করলে মামাকেই করব’! পরিবারের সদস্যেরা নিষেধ করতেই সর্বনাশ! যা ঘটল ভাবতেও পারবেন না
নতুন থ্রিলার ছবিতে জুটি বেঁধেছেন শুভঙ্কি ধর ও আরিয়ান ভৌমিক। ছবির নাম ‘স্লেয়ার’। প্রকাশ্যে ছবির ফার্স্টলুক। এই ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক দ্বৈপ্যন এম। ‘স্লেয়ার’ একটি মনিস্তাত্ত্বিক থ্রিলার। একজন ডাক্তারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই ছবি এবং কীভাবে তাঁর জীবন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর কঠিন মোড় নেয় তা রয়েছে এই ছবিতে। প্রধান চরিত্রে অভিনয় করছেন আরিয়ান ভৌমিক ও শুভঙ্কি ধর। রহস্য, রোমাঞ্চের মোড়কে মুক্তি পাবে এই ছবি।ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুপ্রিয় দত্ত, সুশান্ত দে, সৌরভ ভট্টাচার্য এবং অন্যান্যকে।
পরিচালক দ্বৈপ্যন এম জানান, “এই ছবিতে শুভঙ্কি ও আরিয়ান কে নতুন জুটি হিসাবে দর্শক উপহার পাবে। ছবিতে বেশ কয়েকটি গান রয়েছে। পুরোপুরি থ্রিলার মোড়কে গল্প দেখানো হবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে এই ছবি”। অভিনেত্রী শুভঙ্কি জানান ” এই ছবিতে পুরোপুরি ভিন্ন লুকে দর্শক আমাকে দেখতে পাবে। থ্রিলার, মার্ডার, রহস্যে এই সবকিছু নিয়ে স্লেয়ার। আরিয়ান ভৌমিকের সাথে কাজ করার অভিজ্ঞতা দারুন। আশা করছি প্রজেক্টটা সবার খুব ভালো লাগবে”। ছবির শ্যুটিং হয়েছে কলকাতায়। ছবিতে মিউজিক এর দ্বায়িত্বে রয়েছেন প্রীতম দেব। চলতি বছরে প্রযোজক অমিত সিনহা এর প্রযোজনায় ‘অ্যাম্পল ড্রিমস ডেভেলপারস’ এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি।