TRENDING:

Trina Saha: সৌজন্য নয়, খড়কুটো-র সেটে সবচেয়ে মিষ্টি মানুষ কে? নাচতে নাচতে ফাঁস করলেন তৃণা

Last Updated:

তবে ক্যামেরার সামনে যে আনন্দটা দেখছেন, ক্যামেরা অফ হলেও চিত্রটা প্রায় একই রকম। ক্যামেরার পিছনেও একই রকম হইহই করে কাজ করেন খড়কুটো ধারাবাহিকের অভিনেতারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সৌজন্য ও গুনগুনের দ্বিতীয়বার বিয়ে নিয়ে বেশ হইচই চলল স্টার জলসার খড়কুটো (Khorkuto) ধারাবাহিকে। গুনগুন ও সৌজন্য বিয়ের মণ্ডপে পৌঁছে জানতে পারল, বিয়েটা আসলে তাদেরই হচ্ছে। আর তাই নিয়ে পরিবারের অন্যান্যদের আনন্দের শেষ নেই। তবে ক্যামেরার সামনে যে আনন্দটা দেখছেন, ক্যামেরা অফ হলেও চিত্রটা প্রায় একই রকম।
advertisement

ক্যামেরার পিছনেও একই রকম হইহই করে কাজ করেন খড়কুটো ধারাবাহিকের অভিনেতারা। অভিনেত্রী তৃণা সাহার ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলেই তা স্পষ্ট বোঝা যায়। এবার খড়কুটো-র জেঠাই বা গুনগুনের জেঠাশ্বশুর দুলাল লাহিড়ীর সঙ্গে নেচে সেই ভিডিও শেয়ার করলেন তৃণা। ভিডিওয় দেখা যাচ্ছে আও টুইস্ট করে গানে মন প্রাণ দিয়ে নাচছেন গুনগুন ও তার জেঠাই। খড়কুটোর সেটেই হচ্ছে সবটা। তবে ক্যামেরার পিছনে।

advertisement

ভিডিওটি শেয়ার করে তৃণা লিখেছেন, জেঠাই সেটের সবচেয়ে মিষ্টি মানুষ। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগেই সৌজন্য ও গুনগুনের দ্বিতীয় বিয়ে নিয়ে কম হইচই হয়নি। আর তার রেশ যে এখনও একই রকমের আছে তা ভিডিও দেখেই বোঝা যায়। সেট থেকে এমনই নানা রকমের ভিডিও শেয়ার করেন তৃণা।

advertisement

প্রসঙ্গত, এই সপ্তাহে টিআরপি তালিকায় তিন নম্বরে জায়গা করে নিয়েছে খড়কুটো। তবে সৌজন্য ও গুনগুনের বিয়ের সপ্তাহে টিআরপি বেড়েছিল তরতরিয়ে। ২ নম্বরেই জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Trina Saha: সৌজন্য নয়, খড়কুটো-র সেটে সবচেয়ে মিষ্টি মানুষ কে? নাচতে নাচতে ফাঁস করলেন তৃণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল