TRENDING:

‘রাসমণি’র মহেন এ বার ‘মহাপীঠ তারাপীঠ’-এ, শ্রী কৃষ্ণ হয়ে আসছেন সায়ক

Last Updated:

এ বার তিনি আসতে চলেছেন ‘মহাপীঠ তারাপীঠ’-এ । তাও আবার ভগবান শ্রী কৃষ্ণের চরিত্রে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ‘রানি রাসমণি’তে মহিনের চরিত্রে দারুণ নজর কেড়েছিলেন তিনি । কিন্তু সিরিয়ালের গল্প অনুযায়ী মহেন মারা গিয়েছে । ফলে যেই চরিত্রের যাত্রাপথ শেষ । এরপরেই তাঁকে দেখা গিয়েছিল ‘কাদম্বিনী’ ধারাবাহিকে মন্মথ’র চরিত্রে । কিন্তু সেই সিরিয়ালও বন্ধ হয়ে গেল সাত তাড়াতাড়ি ।
advertisement

তবে বসে থাকার পাত্র নন অভিনেতা সায়ক চক্রবর্তী । এ বার তিনি আসতে চলেছেন ‘মহাপীঠ তারাপীঠ’-এ । তাও আবার ভগবান শ্রী কৃষ্ণের চরিত্রে । এই চরিত্র পেয়ে দারুণ খুশি সায়ক । নিউজ 18 বাংলা’কে জানালেন তাঁর অনুভূতি ।

সায়ক বললেন, ‘‘ টানা তিন বছর ধরে আমি কৃষ্ণের চরিত্রে অভিনয় করেছি । আমার ভীষণ পছন্দের আর ভাললাগার চরিত্র এটা ।’’ কালার্স বাংলার ‘মহাপ্রভু শ্রী চৈতন্য’ ধারাবাহিকে তিনি হয়ে উঠেছিলেন জনপ্রিয় কৃষ্ণের মুখ । তাই এখন আবারও পুরনো সেই চরিত্রে ফিরে যেতে পেরে তিনি প্রচণ্ড খুশি ।

advertisement

‘মহাপ্রভু শ্রী চৈতন্য’ ধারাবাহিকে কৃষ্ণ চরিত্রে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সায়ক জানালেন, এটি একটি ক্যামিও চরিত্র । রবিবার থেকে মানুষ তাঁকে ফের কৃষ্ণরূপে দেখতে পাবেন । পাশাপাশি অভিনেতা এও জানালেন, পুরাণের কোনও চরিত্রে অভিনয় করতে তাঁর খুবই ভাল লাগে । অনেকেই করতে চান না, ভাষাগত সমস্যার জন্য । কিন্তু তিনি নিজে দারুণ সাবলীল ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘রাসমণি’র মহেন এ বার ‘মহাপীঠ তারাপীঠ’-এ, শ্রী কৃষ্ণ হয়ে আসছেন সায়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল