TRENDING:

বড় মা’র কোলে বামাক্ষ্যাপা, তারাপীঠের গর্ভগৃহে ঢুকে মা তারাকে পাগলের মতো জড়িয়ে ধরলেন সব্যসাচী

Last Updated:

তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে ঢুকেই পর্দার বামাক্ষ্যাপা জড়িয়ে ধরলেন মা তারাকে । রক্ত-মাংসের মা আর পাথরের মাতৃ মূর্তির মধ্যে সব বিভেদ দূর হল যেন ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তিনি যেন একখানি খাঁটি রত্ন, অন্তত ইন্ডাস্ট্রির সকলেই এক বাক্যে অভিনেতা সব্যসাচী চৌধুরি (Sabyasachi Chowdhury)-কে এই আখ্যা দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না । স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’ প্রধান চরিত্র ‘বামাক্ষ্যাপা’র রোলে অভিনয় করতে দেখা যায় তাঁকে । একদিকে যেমন বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সুদক্ষ অভিনেতা, তেমনই সুবিশাল এক হৃদয়ের অধিকারী তিনি । একদিকে বিনোদনের রসদ জুগিয়ে মানুষের মন ভরান, অন্যদিকে জীবনের রসদ জুগিয়ে পেট চালান অনেক মানুষের । গোটা লকডাউন ও ইয়াস পরবর্তী বিধ্বস্ত বাংলার বিভিন্ন প্রান্তে তিনি ও তাঁর টিম ছুটে চলেন মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ।
advertisement

একদিকে তাঁর বান্ধবী, টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত । প্রতিনিয়ম তাঁর সেবা, যত্ন, দেখভাল করেন সব্যসাচী । কেমোথেরাপিতে ঐন্দ্রিলার মাথার সব চুল পড়ে গিয়েছে । হাসপাতালের বিছানা, ওষুধ, স্যালাইন, ইঞ্জনেকশনে আটকে পড়েছিল তাঁর জীবন । সেখান থেকেও মনবল জুগিয়ে বান্ধবীকে সুস্থ করতে প্রাণপণ চেষ্টা করে গিয়েছেন অভিনেতা । অবশেষে সফল হয়েছে ঐন্দ্রিলার অপারেশন । সব্যসাচী বলেন, বড় মায়ের ইচ্ছাতেই নাকি সব বাধা কেটে যাবে এ ভাবেই ।

advertisement

এ বার পর্দার দুনিয়া ছেড়ে, সত্যিই বড় মা অর্থাৎ মা তারার কাছে গেলেন মায়ের পাগল ছেলে বামাক্ষ্যাপা । শুধু রিল লাইফের নয়, রিয়েল লাইফেও যেন মা তারা ছাড়া আর কিছুই বোঝেন না সব্যসাচী । তাই তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে ঢুকেই জড়িয়ে ধরলেন মা তারা’কে । রক্ত-মাংসের মা আর পাথরের মাতৃ মূর্তির মধ্যে সব বিভেদ দূর হল যেন ।

advertisement

এই নিয়ে আড়াই বছর ধরে চলছে ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকটি । ৫৯৫ পর্ব পেরিয়ে প্রথমবারের জন্য চ্যানেল টপার হয়েছে এই মেগা সিরিয়াল । রেটিং চার্ট অনুযায়ী ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৪। এত গুলি দিন পেরিয়েও কোনও ধারাবাহিকের এতটা জনপ্রিয়তা, সত্যিই বিরল । এই খুশির খবর সব্যসাচী ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় । তাঁর ভক্তদের জানিয়েছিলেন, তাঁরা চ্যানেল টপার হয়েছেন । সঙ্গে এও লিখেছিলেন, ‘‘রাখে বড়মা... তো মারে কোন শালা’’ । এটি ধারাবাহিকে তাঁর জনপ্রিয় একটি সংলাপ ।

advertisement

অন্যদিকে ঘটনাটিকে অলৌকিকও বলা চলে, বা কাকতালীয় । কারণ সব্যসাচী ও তাঁর যে টিমটি রাজ্যের বিভিন্ন জায়গায় ফুড ড্রাইভ করছে, তাঁরা গত শুক্রবারই স্থির করেছিল এ বার তারাপীঠ যাওয়া হবে খাবার বিতরণ করতে । এই সিদ্ধান্ত নেওয়ার পরের দিনই খবর আসে ‘মহাপীঠ তারাপীঠ’ চ্যানেলের সমস্ত সিরিয়ালকে টেক্কা দিয়ে প্রথম স্থান দখল করেছে ।

advertisement

সব্যসাচীরা সিদ্ধান্ত নেন, ১১ জুন এই কাজ করতে তারাপীঠ যাওয়া হবে । মন্দির সংলগ্ন এলাকার দোকানের ব্যবসায়ী, সেখানকার সাধু-সন্ন্যাসীদের কষ্টে দিন কাটছে । কারণ লকডাউনের কারণে মন্দির বন্ধ থাকছে । খুললেও পুণ্যার্থীরা আসতে পারছেন না । ফলে তাঁদের রোজগার এখন বন্ধ । তাই ত্রাণ বিলি করা হবে মন্দির এলাকায় । সেই মতো মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁরা গতকাল গিয়েছিলেন তারাপীঠে । মা তারাকে জড়িয়ে ধরে আশীর্বাদ চান সব্যসাচী । সেই ছবিই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
বড় মা’র কোলে বামাক্ষ্যাপা, তারাপীঠের গর্ভগৃহে ঢুকে মা তারাকে পাগলের মতো জড়িয়ে ধরলেন সব্যসাচী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল