TRENDING:

‘মৃণাল সেনের ইচ্ছানুযায়ী রবীন্দ্র সদনের টেবিলে দেহ শায়িত রেখে ফুল-মালা নিবেদন নয়’

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রয়াত প্রখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেন। রবিবার সকালে তাঁর ভবানীপুরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃণাল সেনের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা বাংলায়।
advertisement

এদিন পরিচালকের মৃত্যুর পর তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, মৃণাল সেন পছন্দ করতেন না ৷ তিনি জানিয়েছেন, মৃণাল সেন তাঁর পরিবারের সদস্যদের কাছে বলেছিলেন, তাঁর মৃত্যুর পর দেহ যেন শায়িত রেখে সরকার কিংবা জনসাধারণের জন্য শ্রদ্ধা জ্ঞাপনের আলাদা করে ব্যবস্থা না করা হয় ৷ তাঁর সেই ইচ্ছেকেই মর্যাদা দিয়েই তেমনটাই ব্যবস্থা করা হচ্ছে ৷ জনসাধারণের জন্য রবীন্দ্রসদনের মৃণাল সেনের মরদেহ শায়িত রেখে ফুল-মালা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে না ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

জানানো হয়েছে, মৃণাল সেনের ছেলে কুণাল সেন বিদেশে থাকেন ৷ তিনি বাড়িতে এসে না পৌঁছনো অবধি প্রয়াত পরিচালকের দেব পিস ওয়ার্ল্ডে রাখা হবে ৷ এরপর সেখান থেকে সোজা শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হবে ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘মৃণাল সেনের ইচ্ছানুযায়ী রবীন্দ্র সদনের টেবিলে দেহ শায়িত রেখে ফুল-মালা নিবেদন নয়’