যেমন ভাবা তেমনই কাজ । তৈরি হল মিউজিক ভিডিও ‘তেরে বিনা’ । ‘কপালকুণ্ডলা’ ধারাবাহিকের সেই ভয় ধরানো কাপালিকের চরিত্রে অভিনয় করেছিলেন দেবজ্যোতি রায় চৌধুরি । বর্তমানে তিনি ‘ফেলনা’ ধারাবাহিকের মেল লিড । তাঁর পরিচালনার খুব শখ । তাঁরই বন্ধু তারিশি মুখোপাধ্যায় গানটি গাইলেন । ঠিক হল একটি ভিডিও বানানো হবে । ধারাবাহিক থেকে ছোট্ট একটা ছুটি ম্যানেজ করলেন সকলে । ১ দিনে পরিকল্পনা হল । দ্বিতীয় দিনে শ্যুটিং । অভিনয়ে সায়ক চক্রবর্তী ও জনপ্রিয় মডেল সিঞ্জিনী চক্রবর্তী । পরিচালনায় দেবজ্যোতি । সহ-পরিচালনায় প্রারব্ধী সিনহা । প্রারব্ধী ‘ভাগ্য লক্ষ্মী’ ধারাবাহিকে সম্প্রতি ‘শুভ’ চরিত্রে কাজ করেছেন । খুব শীঘ্রই ‘মীরা’ ধারাবাহিকে দেখা যাবে তাঁকে । ‘তেরে বিনা’ মিউজিক ভিডিও-র নায়ক সায়ক জানালেন এই ভিডিও তৈরির কারণ। ‘‘আসলে আমরা নতুন কিছু একটা করতে চাইছিলাম । নিজেদের কিছু, যা অন্য সবকিছুর থেকে আলাদা হবে । তাই বন্ধুরা মিলে শ্যুট করে ফেললাম,’’ বললেন সায়ক ।
advertisement
‘তেরে বিনা’ গানটির সুরকার ও গীতিকার জয় চক্রবর্তী । প্রযোজনা ও সিনেমাটোগ্রাফি করেছেন সাহিল ইসলাম । চিত্রনাট্যটি ‘ফেলনা’ ধারাবাহিকের নায়িকা রোশনী তানভি ভট্টাচার্য্য ও দেবজ্যোতি রায় চৌধুরির । ‘দ্য সাউন্ড স্টুডিও’ নিবেদিত ‘তেরে বিনা’ গানটি YouTube-এ মুক্তি পেয়েছে গত ৩০ এপ্রিল । স্কুল জীবনের প্রেমিক শেষ পর্যন্ত প্রেমিকার দরজায় এসে দাঁড়ায় ডেলিভারি বয় হিসাবে । তারপর তাঁদের মনে পড়ে যায় পুরনো সেই দিনগুলোর কথা । স্মৃতির মেঠো পথে ভেসে যায় দু’জনে । এ ভাবেই এগিয়ে চলে মিষ্টি প্রেমের গল্প ।