TRENDING:

Bollywood|| প্রেম-টেমে দারুন সাফল্য! রানি মুখোপাধ্যায়ের পরের সিনেমায় বিপরীতে টলিউডের সৌম্য

Last Updated:

রানি মুখোপাধ্যায়ের (Rani Mukerjee) পরবর্তী সিনেমায় দেখা যেতে পারে টিভি অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়কে (Soumya Mukherjee)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: রানি মুখোপাধ্যায়ের (Rani Mukerjee) পরবর্তী সিনেমায় দেখা যেতে পারে টিভি অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়কে (Soumya Mukherjee)। ইতিমধ্যে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের (Anindya Chattopadhyay) প্রেম টেম (Prem Tem) এ অভিনয় করতে দেখা গিয়েছে সৌম্যকে। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, নতুন সিনেমার নাম মিস চ্যাটার্জি Vs নরওয়ে (Mrs Chatterjee vs Norway)। ছবির পরিচালক অসীমা চিব্বর (Ashima Chibber)।
advertisement

মিসেস চ্যাটার্জি Vs নরওয়ে সিনেমাটিকে সব মায়েদের উৎসর্গ করেছেন পরিচালক। মূলত মানুষের মধ্যে যে সহনশীলতা রয়েছে সেটাই তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। এ বিষয়ে বলতে গিয়ে অসীম চিব্বর বলেন, “এ বিষয়ে আমি এখন বিস্তারিত কিছু বলব না।” জানা গিয়েছে, প্রথম পর্বের লকডাউনে অসীম রীতিমত হিন্দি ক্লাস করতেন। যাতে সাবলীল হতে পারেন। এ বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হলে পরিচালক জানিয়েছেন, “আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম। সেই কারণে আমি নতুন ভাষা শিখছিলাম। এবং নতুন কিছু শেখার মধ্যে কোনও ক্ষতিকারক কিছু নেই। ব্যস সেটাই কারণ।”

advertisement

অনিন্দ্য চট্টোপাধ্যায়ারের বিষয়ে জানতে চাওয়া হলে সৌম্য বলেন, “পরিচালক হিসেবে অনিন্দ্য চট্টোপাধ্যায় তোমাকে শেষ করে দিতে পারে। তাঁর মতো কেউ কোনও সিনেমা পরিচালনা করতে পারবে না। তিনি আমার মেন্টর। আমার বাবা ও মা যখন করোনা ভাইরাসে (Corona) আক্রান্ত হয়েছিলেন তখন তাঁর বাবা-মাও করোনা আক্রান্ত ছিলেন। কিন্তু অনিন্দ্য স্যার প্রতিদিন আমাকে ফোন করে আমার বাবা মায়ের খোঁজ খবর নিতেন। জানতে চাইতেন আমার কিছু প্রয়োজন কিনা।”

advertisement

রাহুল মুখোপাধ্যায়ের আমি ও আমার মাধুরি (Ami O Amar Madhuri) সিনেমায় সৌম্যকে দেখা গিয়েছে। সৌম্য বলেন, “ছবিতে ট্রেনের হকারের চরিত্রে অভিনয় করেছি, যে মাধুরি দীক্ষিতের বড় ফ্যান।' তবে রিয়েল লাইফে সে কাজলের ফ্যান।

উল্লেখ্য, মাস খানেক আগে অবশ্য অন্য একটি খবর রটেছিল টলিপাড়ায়। জানা গিয়েছিল, এই ছবিতেই রানি মুখার্জির বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে (Anirban Bhattachary)। তখন অবশ্য অনির্বাণকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনও খবর নেই।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood|| প্রেম-টেমে দারুন সাফল্য! রানি মুখোপাধ্যায়ের পরের সিনেমায় বিপরীতে টলিউডের সৌম্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল