মিসেস চ্যাটার্জি Vs নরওয়ে সিনেমাটিকে সব মায়েদের উৎসর্গ করেছেন পরিচালক। মূলত মানুষের মধ্যে যে সহনশীলতা রয়েছে সেটাই তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। এ বিষয়ে বলতে গিয়ে অসীম চিব্বর বলেন, “এ বিষয়ে আমি এখন বিস্তারিত কিছু বলব না।” জানা গিয়েছে, প্রথম পর্বের লকডাউনে অসীম রীতিমত হিন্দি ক্লাস করতেন। যাতে সাবলীল হতে পারেন। এ বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হলে পরিচালক জানিয়েছেন, “আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম। সেই কারণে আমি নতুন ভাষা শিখছিলাম। এবং নতুন কিছু শেখার মধ্যে কোনও ক্ষতিকারক কিছু নেই। ব্যস সেটাই কারণ।”
advertisement
অনিন্দ্য চট্টোপাধ্যায়ারের বিষয়ে জানতে চাওয়া হলে সৌম্য বলেন, “পরিচালক হিসেবে অনিন্দ্য চট্টোপাধ্যায় তোমাকে শেষ করে দিতে পারে। তাঁর মতো কেউ কোনও সিনেমা পরিচালনা করতে পারবে না। তিনি আমার মেন্টর। আমার বাবা ও মা যখন করোনা ভাইরাসে (Corona) আক্রান্ত হয়েছিলেন তখন তাঁর বাবা-মাও করোনা আক্রান্ত ছিলেন। কিন্তু অনিন্দ্য স্যার প্রতিদিন আমাকে ফোন করে আমার বাবা মায়ের খোঁজ খবর নিতেন। জানতে চাইতেন আমার কিছু প্রয়োজন কিনা।”
রাহুল মুখোপাধ্যায়ের আমি ও আমার মাধুরি (Ami O Amar Madhuri) সিনেমায় সৌম্যকে দেখা গিয়েছে। সৌম্য বলেন, “ছবিতে ট্রেনের হকারের চরিত্রে অভিনয় করেছি, যে মাধুরি দীক্ষিতের বড় ফ্যান।' তবে রিয়েল লাইফে সে কাজলের ফ্যান।
উল্লেখ্য, মাস খানেক আগে অবশ্য অন্য একটি খবর রটেছিল টলিপাড়ায়। জানা গিয়েছিল, এই ছবিতেই রানি মুখার্জির বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে (Anirban Bhattachary)। তখন অবশ্য অনির্বাণকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনও খবর নেই।