২০১৬ সালে পরিচালক অয়ন চক্রবর্তী নতুন এক গোয়েন্দা চরিত্রের জন্ম দিয়েছিলেন 'চন্দ্রকান্ত'-কে। 'ষড়রিপু' ছবিতে চিরঞ্জিৎ চক্রবর্তী ফুটিয়ে তুলেছিলেন সেই চরিত্র। নতুন গোয়েন্দা ও তাঁর রহস্য সমাধানের গল্প বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল। এবার ফের সেই গোয়েন্দারই নতুন একটি গল্প নিয়ে হাজির পরিচালক। ২০১৯-এই মোটামুটি শেষ হয়েছিল স্যিকুয়েল 'ষড়রিপু ২: জতুগৃহ'-র কাজ। তবে করোনার অতিমারির কারণে ছবির বাকি শ্যুটিং ও মুক্তিও পিছিয়ে গিয়েছিল। এবার মুক্তি পেল ছবির ট্রেলার (Shororipu 2 Jotugriha Trailer)। খুব শীঘ্রই মুক্তি পাবে ছবিটিও।
advertisement
চিরঞ্জিৎ ছাড়া ছবিতে ছড়িয়ে এক ঝাঁক জনপ্রিয় তারকা। রয়েছেন রাজেশ শর্মা (Rajesh Sharma), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), অরুণিমা ঘোষ (Arunima Ghosh), দর্শনা বণিক (Darshana Banik), ডলি বসু (Dolly Basu)। ছবির ট্রেলারেই বোঝা যাচ্ছে টানটান রহস্যে মোড়া একটি গল্প দর্শককে উপহার দিতে চলেছেন নির্মাতারা। ছবিতে সঙ্গীত দিয়েছেন রূপম ইসলাম (Rupam Islam), এবং ক্যামেলিয়া প্রোডাকশনের ব্যানারে মুক্তি পেতে চলেছে অয়ন চক্রবর্তী পরিচালিত এই ছবি।
আরও পড়ুন: 'গোলন্দাজ'-এ দেব একেবারে নতুন রূপে! ট্রেলারেই বাজিমাত অভিনেতার
ছবির বেশ কিছুটা অংশ কালিম্পঙে শ্যুটিং করা হয়েছে। এই ছবি হিট হলে 'ষড়রিপু ৩'-ও ৈতরি করবেন পরিচালক। এরই সঙ্গে দীর্ঘদিন পর ফের বড়পর্দায় চিরঞ্জিৎ চক্রবর্তীকে দর্শক পাবেন, তা অবশ্যই বড় পাওনা। ছবির ট্রেলার উঠে এসেছে ষড়রিপু কাম-ক্রোধ-লোভ-মোহ-মদ মাৎসর্য-এর কথা। ট্রেলারে অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীকে বলতে শোনা গেল মানুষের সব অপরাধের পিছনে ষড়রিপুর কাজের কথাও।