এহেন জনপ্রিয় তারকা রুকমা এদিন তাঁর অনুরাগীদের সামনে তুলে ধরলেন তার অপ্রকাশিত প্রতিভা। অভিনয়ের পাশাপাশি নাচে, গানে, ছবি আঁকাতেও চমক দেখছেন নায়ক-নায়িকাদের অনেকেই। তাই সুন্দরী রুকমা যে ভালো গানও করেন সেই কথা জানতে বিশেষ বাকি নেই তার অনুরাগীদের। সম্প্রতি রুকমা একটি গান গেয়ে শোনালেন নিজের অনুরাগীদের। তাঁর ইনস্টাগ্রামে সেই গানের ভিডিওটি পোস্ট করেছেন অভিনেত্রী। আর সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে লেগেছে লাইক আর কমেন্টের বন্যা।
কারিনা কাপুর এবং শাহিদ কাপুর অভিনীত ‘Jab We Met’ ছবির ‘আয়োগে যব তুম ও সাজনা’ গানটি গেয়ে শোনালেন রুকমা। অভিনেত্রীর সুমধুর কন্ঠে মুগ্ধ হয়েছে নেটিজেনরা। রুকমা যে অনেক ভাষায় গান গাইতে পারেন সেই কথা একবার দিদি নাম্বার ওয়ান এর সেটে এসে ফাঁস করেছিলেন তার বান্ধবী শ্রীতমা চৌধুরী। আর সেই কথাই প্রমাণিত হলো তার এই গানের ভিডিওতে।
উল্লেখ্য, স্টার জলসার ধারাবাহিক কিরণমালার মাধ্যমে রুকমা টেলিজগতে কেরিয়ার শুরু করেছিলেন রুকমা। এই সিরিয়ালে তার বেশ পরিচিতি বাড়ে। তবে বর্তমানে তিনি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক’ 'দেশের মাটি'তে মাম্পির চরিত্রে অভিনয় করছেন। রুকমা অভিনয়ের পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। মাঝেমধ্যেই নিজের বোল্ড ফটোশুটের কারণে নেটিজেনদের নেকনজরে থাকেন এই টলি-সুন্দরী।