সুদীপার পোস্টে শুধুই ভালবাসা আর প্রেমের নরম আদর লেগে রয়েছে । তিনি লিখেছেন, ‘‘............মন্ত্রের মতো আউড়ে যাচ্ছি-“এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়..”, ঠিক তখনই উপলব্ধি হলো- ১২’টা বছর পার করে দিলুম। একসাথে। ঝগড়া-মান-অভিমান-রাগ-অনুরাগ কোনোটাই বাদ যায়নি, কিন্তু এর কোনোটাই আমাদের একে অপরের থেকে দুরে সরাতে পারেনি আজও। বেড়াতে যাওয়া ছাড়া- একটা দিনও আমি এ-বাড়ী ছেড়ে থাকিনি, বা থাকতে পারিনি। সংসার করতে আমার বড় ভালো লাগে।’’
advertisement
২০১০ সালে বিয়ে হয় সুদীপা-অগ্নিদেবের । অগ্নির এটা ছিল দ্বিতীয় বিয়ে । বালিগঞ্জ প্লেসে চ্যাটার্জি হাউসে এক ঘরোয়া অনুষ্ঠানে এক হয়েছিল চার হাত ৷ একসঙ্গে পথ চলা শুরু হয়েছিল তাঁদের । এর পর আরও এক বার তাঁদের বিয়ে হয় ৷ সেটা অবশ্য আইনি বিয়ে ৷ প্রথম অর্থাৎ আনুষ্ঠানিক বিয়ের ৫ বছর পর আইনি বিয়েতে বাঁধা পড়েছিলেন এই জুটি ৷
একদিন লাঞ্চে সুদীপা’কে ডেকেছিলেন পরিচালকমশাই । সে সময় অগ্নি’র পোষ্যদের দেখে ভালবাসার মায়ায় বাঁধা পড়েছিলেন সুদীপা । সুদীপা নিজেই এক বার এ বিষয়ে বলতে গিয়ে লিখেছিলেন ‘‘এখনও মনে হয়- এই তো সেদিন তুমি আমাকে lunch’e ডাকলে...সেই যে কাছে এলুম.... একটা দিনের জন্যও তোমার ওপর অভিমান করে, বাপের বাড়ি বা অন্য কোথাও যাইনি। নাহ্! একটা দিনও না।...............তোমার আগে কিছু ছিলো না,আর তোমার পরেও থাকবে না। আমার সবথেকে বেশি গর্ব হয় বলতে, যে আমি তোমার ‘বউ’, আর তুমি আমার ‘বর’। এছাড়া আর কিচ্ছু নেই।’’