এর আগেও নিজের শর্তে বাঁচার বার্তা দিয়েছিলেন নুসরত। অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই, ইনস্টাগ্রামে গোলাপ ফুলের ছবি দিয়ে নায়িকা লিখেছিলেন, 'তুমি তোমার মতোই ফুটে উঠবে'। অর্থাৎ, লোকে যা বলে বলুক, নতুন সদস্যকে পৃথিবীর আলো দেখানোর দিশারি হয়ে তিনি একাই লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। যদিও তাঁর সঙ্গী নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে এখনও তাঁর সম্পর্ক আদালতের বিচারাধীন হয়ে গিয়েছে। তবে নিখিল জৈনের সঙ্গে কোনও দিনই নুসরত বিয়ে করেননি বলেই দাবি করেছেন।
advertisement
নুসরত-নিখিলের সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই নাম জড়িয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নায়ক যশ দাশগুপ্তের (Yash Dasgupta)। টলিউডে জোর গুঞ্জন, 'এসওএস কলকাতা' ছবির শ্যুটিংয়ের সময় থেকেই সম্পর্কে জড়িয়ে পড়েছেন নুসরত ও যশ। অন্যদিকে, আসন্ন সন্তানের পিতৃপরিচয় অস্বীকার করেছেন নিখিল। তাঁর দাবি, দীর্ঘ ৬-৭ মাস ধরেই তাঁরা আদালা রয়েছেন। নুসরতের সঙ্গে কোনও সম্পর্ক নেই বলেছেন নিখিল। এর পরই প্রশ্ন উঠেছে, তবে কি এই সন্তান যশের? যদিও এ প্রশ্নের উত্তর এখনও অধরাই।
নিখিল জৈন-নুসরত জাহান সম্পর্ক নিয়ে জোরদার চর্চা শুরু হওয়ার পর পরই নিজের একটি বিবৃতি প্রকাশ করে কার্যত বোমা ফাটিয়েছেন অভিনেত্রী-সাংসদ৷ তিনি জানিয়েছেন যে, তাঁর ও নিখিলের বিয়েটাই হয়নি। তুরস্কে জাঁকজমক করে যে অনুষ্ঠান হয়েছিল সেটি তুরস্কের বিয়ের নিয়ম মেনে, তার সঙ্গে ভারতীয় আইনের কোনও সম্পর্ক নেই৷ এই বিতর্কে প্রথম থেকেই টলিপাড়ার নায়ক যশ দাশগুপ্তের (Yash Dasgupta) নাম জড়িয়ে গেলেও, এতদিন টু শব্দ করেননি তিনি। তবে সপ্তাহখানেক আগে ইনস্টাগ্রােম একটি পোস্ট করেছিলেন যশ। কী রয়েছে যশের পোস্টে? অভিনেতার মতে, 'চালাক মানুষ সমস্যার সমাধান করেন...বুদ্ধিমান এড়িয়ে যান!' সঙ্গে নিজের ছবি, এবং বাড়ির বারান্দায় লাগানো অসংখ্য ফুলের গাছ। এই পোস্টের মাধ্যমে কি নিখিল-নুসরতকেই কোনও বার্তা দিতে চাইলেন যশ? নেটপাড়ার বাসিন্দারা যশের এই নতুন পোস্ট দেখে অন্তত তেমনটাই মনে করছেন।