বলিউডে এখন নিকিতা এখন বড় নাম ৷ কলকাতার এই কন্যা তাঁর সুরের জাদুতে একের পর এক ঝড় তুলে চলেছন ৷ কলকাতার মেয়ে অথচ বাংলা ছবিতে গান গাইবেন না, তা তো হয় না। এর আগে অনীক দত্তর ‘মেঘনাদবধ রহস্য’ছবিতে গান গেয়েছেন নিকিতা। এছাড়া সম্প্রতি মুক্তি পাওয়া বিরসা দাশপুপ্তের ‘ক্রিসক্রস’-এ নিকিতার গাওয়া ‘দুনিয়া’বেশ জনপ্রিয় হয়েছে ৷
advertisement
এবার তিনি একটি হিন্দি গান গাইলেন পরিচালক অর্ক রায়ের স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘উড়ান’-এর জন্য ৷ জানা গিয়েছে, নিকিতার গাওয়া গানটিই হল উড়ানের টাইটেল সং ৷ যে গানটির কথা দিয়ছেন তিথি দত্ত, এরই সঙ্গে গানঘরের দায়িত্ব সামলেছেন কুন্তল দে ৷ গতকাল শুক্রবার নিকিতা কলকাতায় বসেই গানটি রেকর্ড করেন ৷
পরিচালক জানিয়ছেন, ‘উড়ান’হল একটি পারিবারিক ছবি ৷ একটি গোড়া পরিবারে বিদেশি সংস্কৃতির গ্রহণযোগ্যতা নিয়ে টানাপড়েনের কাহিনি উঠে আসবে ৷