নিখিল-ত্রিধা একই স্কুলে পড়েছেন৷ সেখান থেকেই তাদের পরিচয়৷ তবে সেই বন্ধুত্ব কিন্তু নিখিল-নুসরতের বিয়ের সময় দেখা যায়নি৷ কারণ তাদের বিয়েতে আমন্ত্রণ পাননি ত্রিধা৷ এমনকী এর আগেও দু’জনের সম্পর্ক তেমন গাঢ় ছিল না৷ তাহলে কি মাঝে ছিল নুসরত কাঁটা? যা সরে যেতেই নিখিল-ত্রিধা কাছাকাছি? প্রশ্ন উঠতে শুরু করেছে৷
advertisement
ত্রিধা জানিয়েছেন যে তাঁর কাজের চেয়ে হালে সবাই বড় বেশি গুরুত্ব দিচ্ছে গুজবকে। তা বলে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দিতেও পিছপা হননি তিনি। ত্রিধা বলছেন যে করোনাকালে সবার পাশে থাকা অত্যন্ত প্রয়োজন। এই কাজ তিনি অনেক দিন ধরেই করছেন তাঁর সোশ্যাল মিডিয়া মারফত।
নিখিলের ব্যক্তিগত জীবনে বিপর্যয়ের খবর শুনে তাই তিনি পাশে এসে দাঁড়িয়েছেন, সেটাকেই মুখরোচক খবরে পরিণত করা হচ্ছে, যার কোনও ভিত্তি নেই। আর এই কারণেই আজকাল তাঁরা সোশ্যাল মিডিয়া ছেড়ে ব্যক্তিগত ভাবে যোগাযোগ রাখছেন।