গত বছর থেকেই নিখিলের সঙ্গে ঘর ভাঙে নুসরতের৷ দু’জনে আলাদা থাকতে শুরু করে৷ এরপর নুসরতের বিরুদ্ধে মামলা করেন নিখিল৷ পাল্টা বোমা ফাটান নুসরত৷ তিনি জানিয়ে দেন যে তাঁর সঙ্গে আইনমতে বিয়ে হয়নি নিখিলের৷ ফলে বিবাহ বিচ্ছেদের কোনও প্রশ্ন আসে না৷ এরপর তাঁদের আইনি লড়াই এখনও চলছে৷ যদিও তার মধ্যেই নুসরত ধীরে ধীরে তাঁর নতুন জীবনের দিকে পা বাড়িয়েছেন৷ সন্তানের অপেক্ষায় শুরু করেন দিন গোনা৷
advertisement
নুসরত মা হওয়ার পর যোগাযোগ করা হয় নিখিল জৈনের সঙ্গে৷ তিনি শুভেচ্ছা জানিয়েছেন নুসরত ও তাঁর সদ্যোজাতকে৷ নিখিল আরও জানিয়েছেন যে নুসরতের সঙ্গে তাঁর সম্পর্কে সমস্যা তৈরি হতে পারে৷ তবে তিনি সবসময় সদ্যজাতের মঙ্গল কামনাই করবেন৷ নুসরতকে অভিনন্দন জানিয়েছেন নিখিল এবং নুসরতের পুত্র সন্তানের সুস্থতা কামনা করেছেন৷
Reporter-Arunima Dey