TRENDING:

Exclusive: 'আমার সঙ্গে যা হয়েছে হয়েছে, তবে ওর আর সন্তানের জন্য শুভেচ্ছা', নুসরত মা হওয়ার পর নিখিল যা লিখলেন...

Last Updated:

নুসরত মা হওয়ার (Nusrat Jahan becomes mother) পর যোগাযোগ করা হয় নিখিল জৈনের সঙ্গে (Nikhil Jain Reaction)৷ যা প্রতিক্রিয়া দিলেন নিখিল...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রতীক্ষার অবসান৷ মা হলেন নুসরত জাহান (Nusrat Jahan becomes mother)৷ পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি (Nusrat Jahan gives birth to baby boy)৷ পার্কস্ট্রীটের বেসরকারি হাসপাতালে রয়েছেন নুসরত ও তাঁর সদ্যোজাত সন্তান৷ দু’জনেই সুস্থ রয়েছেন (Nusrat and baby in good health)৷ আপাতত ক’দিন সেখানেই থাকবেন নুসরত৷ তারপর বাড়ি ফিরবেন, কোলে সন্তান নিয়ে৷ কিছুদিন ধরেই তিনি তৈরি হচ্ছিলেন এই নতুন জীবনের জন্য৷ সে কথা সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগও করেন নেন অভিনেত্রী-সাংসদ (Nusrat Jahan-Yash Dasgupta)৷ তবে তাঁর গর্ভবতী হওয়ার খবরে তৈরি হয়েছিল ধোঁয়াশা৷ কারণ ততদিনে তিনি নিখিলের থেকে সরে এসেছিলেন৷ এবং গর্ভবস্থায় তিনি জানান যে নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ে হয়নি (Nusrat Jahan-Nikhil Jain marriage controversy)৷ অর্থাৎ সন্তানসম্ভবা নুসরত খুবই সাহসের পরিচয় দিয়েছেন৷ কারণ তিনি সন্তানের মা, এটাই যেন শেষ কথা৷ কোনও রকম পিতৃ পরিচয় ছাড়াই সন্তানের জন্ম দিলেন নুসরত জাহান৷ যা খুবই উল্লেখ যোগ্য বিষয়৷ যদিও তাঁর সঙ্গে অভিনেতা যশের প্রেম নিয়ে জলঘোলা হয়েছে এবং শেষ পর্যন্ত যশ ছিলেন তাঁর সঙ্গে৷ হাসপাতালেও নুসরত পৌঁছন যশের সঙ্গেই৷ নুসরতের মা হওয়ার পর মিলেছে নিখিলের প্রতিক্রিয়াও (Nikhil Jain reaction on Nusrat becoming mother)৷
advertisement

নিখিলের শুভেচ্ছা

গত বছর থেকেই নিখিলের সঙ্গে ঘর ভাঙে নুসরতের৷ দু’জনে আলাদা থাকতে শুরু করে৷ এরপর নুসরতের বিরুদ্ধে মামলা করেন নিখিল৷ পাল্টা বোমা ফাটান নুসরত৷ তিনি জানিয়ে দেন যে তাঁর সঙ্গে আইনমতে বিয়ে হয়নি নিখিলের৷ ফলে বিবাহ বিচ্ছেদের কোনও প্রশ্ন আসে না৷ এরপর তাঁদের আইনি লড়াই এখনও চলছে৷ যদিও তার মধ্যেই নুসরত ধীরে ধীরে তাঁর নতুন জীবনের দিকে পা বাড়িয়েছেন৷ সন্তানের অপেক্ষায় শুরু করেন দিন গোনা৷

advertisement

নুসরতের সঙ্গে যশের সম্পর্ক

নুসরত মা হওয়ার পর যোগাযোগ করা হয় নিখিল জৈনের সঙ্গে৷ তিনি শুভেচ্ছা জানিয়েছেন নুসরত ও তাঁর সদ্যোজাতকে৷ নিখিল আরও জানিয়েছেন যে নুসরতের সঙ্গে তাঁর সম্পর্কে সমস্যা তৈরি হতে পারে৷ তবে তিনি সবসময় সদ্যজাতের মঙ্গল কামনাই করবেন৷ নুসরতকে অভিনন্দন জানিয়েছেন নিখিল এবং নুসরতের পুত্র সন্তানের সুস্থতা কামনা করেছেন৷

advertisement

Reporter-Arunima Dey 

বাংলা খবর/ খবর/বিনোদন/
Exclusive: 'আমার সঙ্গে যা হয়েছে হয়েছে, তবে ওর আর সন্তানের জন্য শুভেচ্ছা', নুসরত মা হওয়ার পর নিখিল যা লিখলেন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল