TRENDING:

Nusrat Jahan-Nikhil Jain: ‘মানুষ তাঁর কর্মফল পাবেই’, নুসরত মা হতেই সোশ্যাল মিডিয়ায় লিখলেন নিখিল

Last Updated:

Nikhil Jain shares Post: যশ-নুসরতের সম্পর্কের জল বহুদূর গড়িয়েছে । নুসরত সদ্য মা হয়েছেন । হাসপাতালে যখন ‘যশরত’ একসঙ্গে, তখন ইনস্টাগ্রামে একটি পোস্ট করলেন নিখিল ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রতীক্ষার অবসান ৷ মা হলেন নুসরত জাহান (Nusrat Jahan becomes mother)৷ পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি (Nusrat Jahan gives birth to baby boy)৷ পার্কস্ট্রিটের বেসরকারি হাসপাতালে রয়েছেন নুসরত ও তাঁর সদ্যোজাত সন্তান৷ দু’জনেই সুস্থ রয়েছেন (Nusrat and baby in good health)৷ আপাতত ক’দিন সেখানেই থাকবেন নুসরত ৷ তারপর বাড়ি ফিরবেন, কোলে সন্তান নিয়ে ৷ তাঁর পাশে সর্বক্ষণ ছায়ার মতোই রয়েছেন অভিনেতা ও নায়িকার চর্চিত বয়ফ্রেন্ড যশ দাশগুপ্ত (Yash Dasgupta) ।
advertisement

যখন যশ-নুসরত সম্পর্ক নিয়ে নানারকম গুঞ্জনে চারিদিক তোলপাড় তখন কী করছেন নুসরতের একসময়ের ‘সঙ্গী’ নিখিল জৈন? ২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোদরুমে গাঁটছড়া বেঁধেছিলেন নিখিল-নুসরত (Nusrat Jahan-Nikhil Jain Wedding) । তবে সেই বিয়ে ছিল সামাজিক বিয়ে । কাগজে কলমে কোনও বিয়ে হয়নি তাঁদের । ২০২০ সালে নিখিলের সঙ্গে নুসরতের সম্পর্কের অবনতি হলে নুসরত সেই বিয়েকে অস্বীকার করেন । একটি বিবৃতি দিয়ে জানান, ''তুরস্কের বিবাহ আইন অনুযায়ী এটা অবৈধ। হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে রেজিস্ট্রেশনও হয়নি।ফলে এটা আইনত সিদ্ধ নয়। নুসরত জাহান বলেন, নিখিলের সঙ্গে আমি লিভ-ইন সম্পর্কে ছিলাম। এটা বিয়েই নয়। সুতরাং বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।''

advertisement

তার মধ্যেই যশ-নুসরতের সম্পর্কের জল বহুদূর গড়িয়েছে । নুসরত গর্ভবতী হয়েছেন । যদিও গর্ভের সন্তানের বাবা কে, তা নিয়ে একটি মন্তব্যও করেননি অভিনেত্রী । বৃহস্পতিবার তিনি সন্তানের জন্মও দিয়েছেন বেলা ১টা নাগাদ । কিন্তু এখনও পর্যন্ত তাঁর গর্ভবতী হওয়া, তাঁর সন্তান বা তাঁর সন্তানের পিতৃপরিচয় নিয়ে একটা মন্তব্যও করতে শোনা যায়নি নুসরতকে ।

advertisement

নুসরতের সঙ্গে নিখিলের বিয়ে নিয়ে অনেক টানাপোড়েন চলেছে । একে অপরের দিকে অভিযোগের তীরও ছুঁড়েছেন । নিখিল স্পষ্টই জানিয়েছেন, গত বছর (২০২০) নভেম্বর থেকে আলাদা থাকছেন তাঁরা । তিনি কোনও ভাবেই নুসরতের গর্ভের সন্তানের বাবা নন । ওই সন্তানের পিতৃপরিচয় নিয়ে তাঁর কোনও ধারণাই নেই ।

নুসরত মা হওয়ার পর নিখিলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ গেল নেটিজেনদের । সেখানে অবশ্য কর্ম ও কর্মফল নিয়ে দু-চারটে লাইন লিখেছেন ‘রঙ্গোলি’র মালিক । নিজের তিনটি ছবি দিয়ে নিখিল লিখেছেন, ‘‘ধর্মের চাকা ঘোরে আর আপনি কর্মফল পান । সব পালার শেষে, আপনি দেখতে পাবেন, কর্মই একমাত্র ধর্ম ।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

গতকাল নুসরত মা হওয়ার পর সংবাদ মাধ্যমের কাছে প্রথম প্রতিক্রিয়ায় নিখিল জানিয়েছিলেন, তাঁদের মধ্যে যতই পার্থক্য থাকুক, তিনি চান নুসরত ও সদ্যোজাত যেন ভাল থাকে ।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nusrat Jahan-Nikhil Jain: ‘মানুষ তাঁর কর্মফল পাবেই’, নুসরত মা হতেই সোশ্যাল মিডিয়ায় লিখলেন নিখিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল