এ দিকে নুসরতের বর্তমান ‘স্বামী’ নিখিল জৈন (Nikhil Jain) সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না । এমনকি ওই সন্তানের পিতৃত্বও অস্বীকার করেছেন তিনি । বরং নুসরতের গর্ভবতী হওয়ার খবরে তিনি নিজেই বিষ্মিত বলে দাবি করেছেন নিখিল । নুসরতও মিডিয়ায় বিবৃতি দিয়ে তুরস্কে হওয়া তাঁর সঙ্গে নিখিলের বিয়েকে অস্বীকার করেছেন । তাঁরা সহবাস করেছেন, বিয়ে নয়, এমনটাই জানিয়েছেন নায়িকা ।
advertisement
নিখিল-নুসরতের এ হেন সম্পর্কের টানাটানির মধ্যেই কিন্তু নতুন সম্পর্কের আঁচ পেতে শুরু করে দিয়েছেন নেট নাগরিকরা । অনেকদিন ধরেই নিখিল জৈনের সঙ্গে অভিনেত্রী ত্রিধা চৌধুরি (Tridha Choudhury)-র ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা যাচ্ছিল টলিপাড়ার অন্দরে । দু’জনের সোশ্যাল মিডিয়ায় উঁকিঝুঁকি মেরে সেই সম্পর্কের গভীরতা মাপার চেষ্টাও চালাচ্ছেন অনেকে ।
সম্প্রতি ত্রিধার একাধিক আগুন ধরানো ছবিতে চুপিসাড়ে লাইক দিতে দেখা গিয়েছে নিখিলকে । তাঁরা ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করেন । ত্রিধা ঘুরতে ভালবাসেন । অনেক জায়গায় সোলো ট্রিপ করেন তিনি । আবার একই সঙ্গে তিনি ফিটনেস ফ্রিক । তাঁর অসাধারণ কার্ভস দেখে অনেকেই ঈর্ষান্বিত হবেন । ত্রিধার আকর্ষণীয় সেই সব ছবি দেখে নিজেকে সামলাতে পারেননি লিখিল । ছবিতে এঁকে দিয়েছেন ভালবাসার চিহ্ন । আর সেই কার্যকলাপ চোখ এড়ায়নি নেটিজেনদের ।