TRENDING:

Nikhil-Tridha: নতুন সম্পর্কে নিখিল জৈন? স্বল্পবসনা ত্রিধায় এঁকে দিলেন ভালবাসার চিহ্ন

Last Updated:

অনেকদিন ধরেই নিখিল জৈন (Nikhil Jain)-এর সঙ্গে অভিনেত্রী ত্রিধা চৌধুরি (Tridha Choudhury)-র ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা যাচ্ছিল টলিপাড়ার অন্দরে । এ বার তার প্রমাণ পাওয়া গেল ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গত কযেক সপ্তাহ ধরেই একটা খবর নিয়ে তোলপাড় হচ্ছে টলিউড থেকে রাজনীতি। তৃণমূলের তারকা সাংসদ, টলি-অভিনেত্রী নুসরত জাহান Nusrat Jahan)-এর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ইতিমধ্যেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে চারিদিকে । জানা গিয়েছে, নুসরত নাকি বর্তমানে ৬ মাসের সন্তানসম্ভবা। সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে মুখ না খুললেও সম্প্রতি বেবি বাম্পের ছবি পোস্ট করে এ খবরে শিলমোহর দিয়েছেন নায়িকা নিজেই ।
advertisement

এ দিকে নুসরতের বর্তমান ‘স্বামী’ নিখিল জৈন (Nikhil Jain) সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না । এমনকি ওই সন্তানের পিতৃত্বও অস্বীকার করেছেন তিনি । বরং নুসরতের গর্ভবতী হওয়ার খবরে তিনি নিজেই বিষ্মিত বলে দাবি করেছেন নিখিল । নুসরতও মিডিয়ায় বিবৃতি দিয়ে তুরস্কে হওয়া তাঁর সঙ্গে নিখিলের বিয়েকে অস্বীকার করেছেন । তাঁরা সহবাস করেছেন, বিয়ে নয়, এমনটাই জানিয়েছেন নায়িকা ।

advertisement

নিখিল-নুসরতের এ হেন সম্পর্কের টানাটানির মধ্যেই কিন্তু নতুন সম্পর্কের আঁচ পেতে শুরু করে দিয়েছেন নেট নাগরিকরা । অনেকদিন ধরেই নিখিল জৈনের সঙ্গে অভিনেত্রী ত্রিধা চৌধুরি (Tridha Choudhury)-র ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা যাচ্ছিল টলিপাড়ার অন্দরে । দু’জনের সোশ্যাল মিডিয়ায় উঁকিঝুঁকি মেরে সেই সম্পর্কের গভীরতা মাপার চেষ্টাও চালাচ্ছেন অনেকে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

সম্প্রতি ত্রিধার একাধিক আগুন ধরানো ছবিতে চুপিসাড়ে লাইক দিতে দেখা গিয়েছে নিখিলকে । তাঁরা ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করেন । ত্রিধা ঘুরতে ভালবাসেন । অনেক জায়গায় সোলো ট্রিপ করেন তিনি । আবার একই সঙ্গে তিনি ফিটনেস ফ্রিক । তাঁর অসাধারণ কার্ভস দেখে অনেকেই ঈর্ষান্বিত হবেন । ত্রিধার আকর্ষণীয় সেই সব ছবি দেখে নিজেকে সামলাতে পারেননি লিখিল । ছবিতে এঁকে দিয়েছেন ভালবাসার চিহ্ন । আর সেই কার্যকলাপ চোখ এড়ায়নি নেটিজেনদের ।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nikhil-Tridha: নতুন সম্পর্কে নিখিল জৈন? স্বল্পবসনা ত্রিধায় এঁকে দিলেন ভালবাসার চিহ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল