TRENDING:

আগামিকাল থেকেই শুরু হচ্ছে নতুন ‘মহাভারত’, দেখা যাবে বাংলাতেও

Last Updated:

নতুন এই ‘মহাভারত’ ধারাবাহিকটি খুবই জনপ্রিয় হয়েছিল বছর পাঁচেক আগে । সেই মহাভারতই ফের আগামী সোমবার থেকে দেখানো হবে রাত ৯টায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এবার শুরু হতে চলেছে স্টারের জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’ । ডিডি ন্যাশনালের সেই পুরনো ‘মহাভারত’-এর পর স্টারের নতুন এই ‘মহাভারত’ ধারাবাহিকটি খুবই জনপ্রিয় হয়েছিল বছর পাঁচেক আগে । সেই মহাভারতই ফের আগামী সোমবার থেকে দেখানো হবে রাত ৯টায়।
advertisement

করোনা ভাইরাসের আতঙ্কে সারা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। এই সময়ে টিভি সিরিয়াল থেকে শুরু করে সিনেমা সব কিছুর কাজই বন্ধ। এক সিরিয়াল রিপিট টেলিকাস্ট করছে অনেক চ্যানেল। তবে এই লকডাউন সময়ে সুখবর শোনাল দূরদর্শন। ডিডি ভারতী ও ডিডি ন্যাশনাল চ্যানেলে দেখানো হবে মানুষের সব থেকে প্রিয় ধারাবাহিক রামায়ণ, সার্কাস, ব্যোমকেশ বক্সী-সহ মোট ছ’টি সিরিয়াল।

advertisement

এক সময়ে শাহরুখ খান অভিনীত সিরিয়াল 'সার্কাস' মানুষের পছন্দের তালিকায় ছিল। একই রকম জনপ্রিয়তা পেয়েছিল ব্যোমকেশ বক্সী সিরিয়ালটিও। এই তিনটি সিরিয়াল ডিডি ন্যাশনালে দেখানো হবে। এছাড়া ডিডি ভারতীতে দেখানো হবে মহাভারত, চাণক্য এবং উপনিষদ গঙ্গা ধারাবাহিক তিনটি। তবে এখনও সময় জানানো হয়নি। রামায়ণ শনিবার থেকেই দিনে দুবার দেখানো হবে। লকডাউনের সময়ে এই ধারাবাহিকগুলো মানুষকে কিছুটা হলেও মন ভাল রাখতে সাহায্য করবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
আগামিকাল থেকেই শুরু হচ্ছে নতুন ‘মহাভারত’, দেখা যাবে বাংলাতেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল