আর সবচেয়ে প্রিয় হল সেই ধারাবাহিকের দুই প্রধান চরিত্র, বলা ভাল নায়ক-নায়িকা। কৃষ্ণকলি নাম ভূমিকায় শ্যামা বা তিয়াশা রায় আর নিখিলের ভূমিকায় নীল ভট্টাচার্য্য । ইতিমধ্যেই অবশ্য চিত্রনাট্যের প্রয়োজনে ধারাবাহিকে এসেছে তিয়াসার ডবল রোল, অর্থাৎ মাম । বহুদিন নিখোঁজ থাকার পর অবশেষে ঘরে ফিরতে এসেছে শ্যামা । সেই নিয়ে আপাতত ধারাবাহিকের টিআরপি চনমনে ।
advertisement
এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছিলেন নীল । ফলে সেটে যেতে পারেননি বেশ কিছু দিন । তবে তার জন্য একদিনও বন্ধ থাকেনি সিরিয়াল । বাড়ি থেকেই শ্যুটিং করছিল নীল । ১৪ দিন কাটিয়ে এখন অবশ্য তিনি সম্পূর্ণ সুস্থ । আবার ফিরে গিয়েছেন শ্যুটিং ফ্লোরে ।
আর পর্দার মতোই নীল আর তিয়াশার বন্ধুত্ব কিন্তু অফ-স্ক্রিনেও । তাঁদের মধ্যে রসায়ন দূর্দান্ত । দু’জনে খুব ভাল বন্ধুও । তাই সোশ্যাল মিডিয়ায় প্রায়শই তাঁদের দেখা যায় একসঙ্গে । কখনও টিকটক ভিডিও বানান, কখনও বা পোজ দিয়ে সেলফি ।
সামনেই পুজো আসছে । এ বার দু’জনে একসঙ্গে নেচে ফেললেন ‘ঢাকের তালে কোমর দোলে’রসুরে । এথনিক লুকে নজর কাড়লেন নিখিল আর শ্যামা । সেই ভিডিও শেয়ারও করলেন নায়ক ।