মিঠাই ও কৃষ্ণকলি (Mithai and Krishnakoli), দু’টোই জনপ্রিয় ধারাবাহিক৷ কৃষ্ণকলি ১০০০ পর্ব পেরিয়ে এগিয়ে চলেছে দর্শকদের ভালবাসায়৷ অন্যদিকে মিঠাই এখন টিআরপি রেটিং-এ শীর্ষে৷ প্রতিবারই জয় গোপাল বলে সব ধারাবাহিককে পিছনে ফেলে দিয়ে এগোচ্ছে মিঠাই-সিদ্ধার্থের রসায়নের গল্প, সঙ্গে মোদক বাড়ির হল্লা পার্টি৷ তারই মধ্যে এখন মিঠাই-সিদ্ধার্থের ডিভোর্স পরবর্তী পরিস্থিতি কী হবে, সে দিকে নজর সকলের৷ অন্যদিকে কৃষ্ণকলি কি শাস্তি দিতে পারবে নিখিলের উপর হামলাকারীকে? সেই দিকেও নজর রয়েছে৷ আর এর মাঝেই মিঠাই-শিবার ভিডিও সামনে৷ সঙ্গে আবার রয়েছেন তোর্ষাও৷ স্বাভাবিকভাবে সকলেই তো অবাক! এবং ভিডিওটি খুবই মজাদার৷
advertisement
ভিডিওতে দেখা গিয়েছে যে সিরিয়ালের চরিত্রে নয়, একেবার অন্য মুডে রয়েছেন সৌমিতৃষা, ত্বণী, অধিরাজ৷ তিনজনে মিলে একটি জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে নাচছেন তাঁরা৷ আর সেই নাচতে গিয়ে দুই সুন্দরীর মাঝে পড়ে গিয়েছেন অধিরাজ৷ ফলে কারও থেকে খাচ্ছন চুলের ঝাপটা, কারও পায়ের ধাক্কা! আর এভাবেই তাঁরা চুটিয়ে মজা করছেন৷ এই ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়েছে৷ তবে প্রশ্ন উঠছে কৃষ্ণকলির শিবা কী করছেন এই দুই অভিনেত্রীর সঙ্গে? তাহলে কী এবার মিঠাই ধারাবাহিকে কী আসতে চলেছে নতুন কোনও চরিত্র যাতে দেখা যাবে অধিরাজ গঙ্গোপাধ্যায়কে৷ আপাতত এই ভিডিওটি দেখুন ও মজা নিন৷