TRENDING:

Viral Video: মিঠাই ওরফে সৌমিতৃষার সঙ্গে কী করছে কৃষ্ণকলির ছেলে শিবা ওরফে অধিরাজ! ভিডিও ভাইরাল

Last Updated:

মিঠাই ও কৃষ্ণকলি (Mithai and Krishnakoli) , দু’টোই জনপ্রিয় ধারাবাহিক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মিঠাই ওরফে সৌমিতৃষা খুবই জনপ্রিয়৷ মিঠাই ও সিদ্ধার্থের (Mithai-Siddhartha) সম্পর্ক কোন দিকে এগোয়ে তা জানার অপেক্ষায় দর্শক৷ ডিভোর্সের ঘোষণা হয়েছে ঠিকই৷ কিন্তু সেই ডিভোর্স (Mithai Divorce) কি মেনে নেবে সিদ্ধার্থ? ধীরে ধীরে তার স্বভাবে পরিবর্তন আসছে৷ বিয়ে কী মেনে নেবে মোদক বাড়ির নাতি? আর এসবের মধ্যেই ঢুকে পড়ল কৃষ্ণকলির ছেলে শিবা (Shiba in Krishnakoli) ওরফে অধিরাজ (Adhiraj Ganguly)৷ তার সঙ্গে কী করছে মিঠাই? একটি ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে জল্পনা৷ অধিরাজের ও মিঠাইয়ের (Soumitrisha Kundu) সঙ্গে আবার রয়েছে তোর্ষা বা টিস (Tonny Roy)! তিন জন মিলেন একসঙ্গে কী চলছে? ভিডিও সামনে আসতেই নিমেষে ভাইরাল!
advertisement

আরও পড়ুন Mimi Viral Video: চোখ বন্ধ করে আঁটি থেকে আম চুষে খাচ্ছেন মিমি চক্রবর্তী! বলছেন এটাই নিয়ম, ভিডিও ভাইরাল

মিঠাই ও কৃষ্ণকলি (Mithai and Krishnakoli), দু’টোই জনপ্রিয় ধারাবাহিক৷ কৃষ্ণকলি ১০০০ পর্ব পেরিয়ে এগিয়ে চলেছে দর্শকদের ভালবাসায়৷ অন্যদিকে মিঠাই এখন টিআরপি রেটিং-এ শীর্ষে৷ প্রতিবারই জয় গোপাল বলে সব ধারাবাহিককে পিছনে ফেলে দিয়ে এগোচ্ছে মিঠাই-সিদ্ধার্থের রসায়নের গল্প, সঙ্গে মোদক বাড়ির হল্লা পার্টি৷ তারই মধ্যে এখন মিঠাই-সিদ্ধার্থের ডিভোর্স পরবর্তী পরিস্থিতি কী হবে, সে দিকে নজর সকলের৷ অন্যদিকে কৃষ্ণকলি কি শাস্তি দিতে পারবে নিখিলের উপর হামলাকারীকে? সেই দিকেও নজর রয়েছে৷ আর এর মাঝেই মিঠাই-শিবার ভিডিও সামনে৷ সঙ্গে আবার রয়েছেন তোর্ষাও৷ স্বাভাবিকভাবে সকলেই তো অবাক! এবং ভিডিওটি খুবই মজাদার৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ভিডিওতে দেখা গিয়েছে যে সিরিয়ালের চরিত্রে নয়, একেবার অন্য মুডে রয়েছেন সৌমিতৃষা, ত্বণী, অধিরাজ৷ তিনজনে মিলে একটি জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে নাচছেন তাঁরা৷ আর সেই নাচতে গিয়ে দুই সুন্দরীর মাঝে পড়ে গিয়েছেন অধিরাজ৷ ফলে কারও থেকে খাচ্ছন চুলের ঝাপটা, কারও পায়ের ধাক্কা! আর এভাবেই তাঁরা চুটিয়ে মজা করছেন৷ এই ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়েছে৷ তবে প্রশ্ন উঠছে কৃষ্ণকলির শিবা কী করছেন এই দুই অভিনেত্রীর সঙ্গে? তাহলে কী এবার মিঠাই ধারাবাহিকে কী আসতে চলেছে নতুন কোনও চরিত্র যাতে দেখা যাবে অধিরাজ গঙ্গোপাধ্যায়কে৷ আপাতত এই ভিডিওটি দেখুন ও মজা নিন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: মিঠাই ওরফে সৌমিতৃষার সঙ্গে কী করছে কৃষ্ণকলির ছেলে শিবা ওরফে অধিরাজ! ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল