TRENDING:

Rani Rashmoni: 'ছোট মেয়ের পাগলামি মিস করব,' রানিমার জন্য আবেগে ভরা পোস্ট মথুরবাবু ওরফে গৌরবের

Last Updated:

রানি রাসমণি (Rani Rashmoni) ধারাবাহিকে রানিমার মৃত্যু হয়েছে৷ ফলে দিতিপ্রিয়াকে (Ditipriya Roy) আর দেখা যাবে না রানিমা রূপে৷ সকলের মন খারাপ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রানি রাসমণি (Karunamoyee Rani Rashmoni) গল্পে আর দেখা যাবে না দিতিপ্রিয়াকে (Ditipriya Roy)৷ ২০১৭ থেকে শুরু হয়েছিল তার সফর৷ রানি হিসেবে তাকে সকলে গ্রহণ করে নিয়েছিল৷ এবং রানিমার চরিত্রই তাকে দিয়েছিল অসম্ভব জনপ্রিয়তা৷ এরই মধ্যে ছোট্ট দিতিপ্রিয়া বড় হয়েছে৷ মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকের পা রেখেছেন৷ তাঁর দীর্ঘ যাত্রা শেষ হয়েছে ধীরে ধীরে৷ আবেগপ্রবণ দিতিপ্রিয়া সহ তাঁর গোটা ইউনিট৷ রানিমা ছাড়া শ্যুটিং করতে গিয়ে চোখে জল আসছে সকলের৷ তাই তো মথুরবাবু ওরফে গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) লিখলেন, এই ছোট্ট মেয়েটি ও তার পাগলামি মিস করছি৷
advertisement

সমস্ত যাত্রার একটা শেষ আছে৷ তাই সময়ের নিয়মেই রানির চরিত্রেও ইতি টানতে হয়েছে ধারাবাহিকে৷ তবে এই ধারাবাহিকের অভিজ্ঞতা কখনও ভুলবেন না দিতিপ্রিয়া। ১৫ বছর বয়সে এ ধারাবাহিকের সঙ্গে যুক্ত হয়েছিলেন দিতিপ্রিয়া। আজ তার বয়স ১৮। এই ক'বছর এই ধারাবাহিকের সেটই ছিল তাঁর দ্বিতীয় বাড়ি। সকলের সঙ্গে অত্যন্ত মজা করে কাজ করেছেন তিনি। দর্শকও প্রাণ ভরে ভালবাসা দিয়েছেন দিতিপ্রিয়াকে।

advertisement

তাঁর চলে যাওয়ায়, দর্শকও নিঃসন্দেহে খুব মিস করবেন দিতিপ্রিয়াকে। তাঁর কথায়, 'এই জার্নির সবকিছুই আমার সঙ্গে থেকে যাবে। অনেক ভাল মুহূর্ত কাটিয়েছি। অনেক কাজ শিখেছি। সবচেয়ে বড় দর্শকের ভালবাসা, যতটা ভালবাসা রাসমণি হিসেবে পেয়েছি আগে কখনো তা পাইনি। এই বছর গুলোর পুরো অভিজ্ঞতাটাই আমার সঙ্গে থেকে যাবে। রানি মায়ের দয়াময়ী দিকটা ও প্রতিবাদী দিকটা নিজের মধ্যে ধরে রাখার চেষ্টা করব।'

advertisement

এই অসম্ভব জনপ্রিয়তায় কিন্তু বাদলাননি দিতিপ্রিয়া৷ মানুষ হিসেবে একই থেকে গিয়েছে সে৷ সকলের সঙ্গে একই রকম রয়েছে সম্পর্ক৷ আর সেটের সকলের কাছে তিনি ছিলেন ছোট্ট আদরের মেয়ে, প্রথম থেকেই৷ আর সেইভাবে সেট থেকে বিদায় নিলেন তিনি৷ ধারাবাহিকে রানি মায়ের মৃত্যুতে যেমন কাঁদছে দর্শক, তেমনই দিতিপ্রিয়ার সেট থেকে বিদায়ে তাঁর কোস্টারদের চোখে জল৷ সকলের এক কথা, খুবই মিস করছি দিতিপ্রিয়াকে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rani Rashmoni: 'ছোট মেয়ের পাগলামি মিস করব,' রানিমার জন্য আবেগে ভরা পোস্ট মথুরবাবু ওরফে গৌরবের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল