সমস্ত যাত্রার একটা শেষ আছে৷ তাই সময়ের নিয়মেই রানির চরিত্রেও ইতি টানতে হয়েছে ধারাবাহিকে৷ তবে এই ধারাবাহিকের অভিজ্ঞতা কখনও ভুলবেন না দিতিপ্রিয়া। ১৫ বছর বয়সে এ ধারাবাহিকের সঙ্গে যুক্ত হয়েছিলেন দিতিপ্রিয়া। আজ তার বয়স ১৮। এই ক'বছর এই ধারাবাহিকের সেটই ছিল তাঁর দ্বিতীয় বাড়ি। সকলের সঙ্গে অত্যন্ত মজা করে কাজ করেছেন তিনি। দর্শকও প্রাণ ভরে ভালবাসা দিয়েছেন দিতিপ্রিয়াকে।
advertisement
তাঁর চলে যাওয়ায়, দর্শকও নিঃসন্দেহে খুব মিস করবেন দিতিপ্রিয়াকে। তাঁর কথায়, 'এই জার্নির সবকিছুই আমার সঙ্গে থেকে যাবে। অনেক ভাল মুহূর্ত কাটিয়েছি। অনেক কাজ শিখেছি। সবচেয়ে বড় দর্শকের ভালবাসা, যতটা ভালবাসা রাসমণি হিসেবে পেয়েছি আগে কখনো তা পাইনি। এই বছর গুলোর পুরো অভিজ্ঞতাটাই আমার সঙ্গে থেকে যাবে। রানি মায়ের দয়াময়ী দিকটা ও প্রতিবাদী দিকটা নিজের মধ্যে ধরে রাখার চেষ্টা করব।'
এই অসম্ভব জনপ্রিয়তায় কিন্তু বাদলাননি দিতিপ্রিয়া৷ মানুষ হিসেবে একই থেকে গিয়েছে সে৷ সকলের সঙ্গে একই রকম রয়েছে সম্পর্ক৷ আর সেটের সকলের কাছে তিনি ছিলেন ছোট্ট আদরের মেয়ে, প্রথম থেকেই৷ আর সেইভাবে সেট থেকে বিদায় নিলেন তিনি৷ ধারাবাহিকে রানি মায়ের মৃত্যুতে যেমন কাঁদছে দর্শক, তেমনই দিতিপ্রিয়ার সেট থেকে বিদায়ে তাঁর কোস্টারদের চোখে জল৷ সকলের এক কথা, খুবই মিস করছি দিতিপ্রিয়াকে৷