মাঝেমধ্যেই টলিপাড়ার তারকাদের সঙ্গে ভিডিও করতে দেখা যায় মদনবাবু’কে । এ বার তিনি এলেন বাংলায় এই মুহূর্তে তাঁর সবচেয়ে প্রিয় অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়ের (Twarita Chatterjee) সঙ্গে ফেসবুক লাইভে । লাইভ করে তাঁকে জানালেন বিগত জন্মদিনের শুভেচ্ছা । ভিডিওতে মদনবাবু অকপট স্বীকারোক্তি করেন, এই মুহূর্তে বাংলায় তাঁর প্রিয় অভিনেত্রী হলেন ত্বরিতা । লাইভে তাঁর সঙ্গে ত্বরিতা ছাড়াও ছিলেন ত্বরিতার স্বামী সৌরভও ।
advertisement
মদন মিত্র সাফ জানালেন, ত্বরিতা তাঁর সবচেয়ে প্রিয় অভিনেত্রী । কিন্তু প্রিয় অভিনেত্রীর জন্মদিনে তাঁর বাড়িতে শুভেচ্ছা জানাতে গিয়ে বিতারিত হতে হয়েছিল তাঁকে । এর কারণটাও তবে খোলসা করে দেন মদনবাবু । তিনি সব কাজ সেসে ত্বরিতার বাড়ি পৌঁছেছিলেন রাত আড়াইটের সময় । ত্বরিতার স্বামী সৌরভ, তরুণ কুমারের নাতি । লাইভেই মদনবাবু স্পষ্ট বলেন, উত্তম কুমারের চেয়ে তাঁর যে তরুণ কুমারের অভিনয়টাই বেশি ভাল লাগত । তবে এটাও ঠিক উত্তম কুমারের পা একবার ছুঁতে পারলে তিনি নিজেকে ধন্য মনে করতেন ।
কথা প্রসঙ্গে উঠে এল উত্তম কুমারের নাতি অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী দেবলীনা কুমারের কথা । তাঁদের সঙ্গে যথেষ্ট সুসম্পর্ক রয়েছে মদনবাবুর । তবে তাঁর মনে হয়, ত্বরিতার জন্য ‘রাণি রাসমণী’ আরও সফল হয়েছে । লাইভে ত্বরিতাও বলেন, মদনবাবু’র সঙ্গে তাঁর পরিচয় বেশিদিনের না হলেও তিনি তাঁর স্বভাব গুণেই যেন একেবারে ঘরের মানুষ হয়ে উঠেছেন । মদন মিত্র’কে অনেক ধন্যবাদও জানান তিনি ।