খুব শিঘ্রই বলিউডে পাড়ি জমাতে চলেছেন ক্রুশল । এ বার তিনি আসছেন ‘রিস্তো কা মাঞ্জা’ (Rishton Ka Manjha) ধারাবাহিকের ‘অর্জুন’ হয়ে । জি টিভির আসন্ন এই ধারাবাহিকে ক্রুশলের বিপরীতে দেখা মিলবে আঁচল গোস্বামী’কে । তিনিও হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী । এর আগে ‘বেপনহা’, ‘রাধাকৃষ্ণ’র মতো সিরিয়ালে কাজ করেছেন । ইতিমধ্যেই নতুন ধারাবাহিকের প্রোমো মুক্তি পেয়েছে ।
advertisement
টলিগঞ্জেরই নামী প্রযোজক সুশান্ত দাসের প্রযোজনা সংস্থা টেন্ট সিনেমা তৈরি করছে এই সিরিয়াল। ধারাবাহিকের প্রোমোতেও দেখা গিয়েছে তিলোত্তমার টুকরো ছবি । ভেসে উঠেছে দ্বিতীয় হুগলি সেতু, গঙ্গা নদী । প্রোমো-তে দেখা যাচ্ছে, ব্রিজের উপরে উঠে গঙ্গায় ঝাঁপ দিতে যাচ্ছেন অর্জুন । আর এখানেই প্রথম দিয়ার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে তাঁর । অর্জুনকে আত্মহত্যা করতে দেখেও খুব হালকা চালে দিয়া বলছেন, ‘‘তাড়াতাড়ি ঝাঁপ মারো, আমি এর আগে কোনওদিন কাউকে আত্মহত্যা করতে দেখিনি ।’’ অর্জুন সেটা শুনে বলেন, ‘‘কখনও কখনও নিজের কাহিনির দ্য এন্ড নিজেকেই করতে হয়’’ । এর উত্তরে দিয়ার সটান জবাব, ‘‘যদি সেই শেষটা আনন্দের না হয়, তাহলে সেটা কাহিনির শেষ হতে পারে না’’। এ কথা শুনে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসে অর্জুন । আত্মহত্যা আর করা হল না তাঁর ।
