চরিত্রটির মধ্যে একটা নেগেটিভ শেড রয়েছে । প্রথম ধারাবাহিকেই অনন্যা নেগেটিভ চরিত্রে । তবে সবে মাধ্যমিক দেওয়া মুন্নির বক্তব্য, নেগেটিভ চরিত্রে অভিনয় করতে বেশ ভালইবাসে সে । তবে এখন সে সদ্য ষোড়শী । এ বছরই সবে মাধ্যমিক পাশ করেছে । নম্বরও ভালই পেয়েছে সে । এ বার উচ্চ-মাধ্যমিকের পড়াশোনা । কিন্তু তার আগেই বিয়ে সেরে ফেলল অনন্যা ওরফে ‘মুন্নি’ ।
advertisement
নিজের ব্রাইডাল লুকের ছবিও সে শেয়ার করেছে ইনস্টাগ্রামের স্টোরিতে । সেখানে দেখা যাচ্ছে, অনন্যা লাল টুকটুকে বেনারসী পরেছেন । মাথায় লাল চেলি । সিঁথিতে সিঁদুর । ১৮ বছর বয়স হওয়ার আগেই বিয়ে সেরে ফেলল অনন্যা ? এটাই এখন প্রশ্ন ভক্তদের মনে ।
এই ছবিতে আবার মুন্নি মজা করে লিখেছে, ‘গুডবাই, আই অ্যাম ম্যারেড!’ এরপর থেকেই নেটিজেনরা হামলে পড়েছে সেই ছবির উপরে । অনেকেউ উৎসুক অনন্যার বিয়ের ব্যাপারে জানতে । তবে আসল কথাটা হল, এই বিয়ে হয়েছে রিল লাইফে, রিয়েলে নয় । সম্প্রতি একটি ওয়েব সিরিজের শ্যুট করছে অনন্যা । আর সেখানেই তাঁকে এই লুকে দেখা যাবে। নেহাত মজার ছলে, অনুরাগীদের একটু পিছনে লাগতেই সে ছবি শেয়ার করে নিজের ইনস্টাগ্রামে।