TRENDING:

Ananya Guha: এই তো সবে মাধ্যমিক পাশ করলেন, এরই মধ্যে বিয়ে সেরে ফেললেন ‘মুন্নি’!

Last Updated:

মাথায় লাল চেলি । সিঁথিতে সিঁদুর । ১৮ বছর বয়স হওয়ার আগেই বিয়ে সেরে ফেলল অনন্যা (Ananya Guha) ওরফে ‘কৃষ্ণকলি’র মুন্নি ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বহুদিন ধরে বাংলা ধারাবাহিকে নিজের জায়গা ধরে রেখেছে ‘কৃষ্ণকলি’ (Krishnakoli)। শ্যামা আর নিখিলের সংসার, প্রেম, লড়াই, সবটাই ছোট পর্দায় দেখতে দারুণ পছন্দ করেন দর্শকরা । প্রত্যেকদিন সন্ধের প্রাইম টাইমে তাই ‘কৃষ্ণকলি’ চলে আসে দর্শকদের মনোরঞ্জন করতে । আর এই ধারবাহিকেই সম্প্রতি পরবর্তী প্রজন্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র হয়ে এন্ট্রি নিয়েছে অনন্যা গুহ (Ananya Guha) ওরফে মুন্নি ।
advertisement

চরিত্রটির মধ্যে একটা নেগেটিভ শেড রয়েছে । প্রথম ধারাবাহিকেই অনন্যা নেগেটিভ চরিত্রে । তবে সবে মাধ্যমিক দেওয়া মুন্নির বক্তব্য, নেগেটিভ চরিত্রে অভিনয় করতে বেশ ভালইবাসে সে । তবে এখন সে সদ্য ষোড়শী । এ বছরই সবে মাধ্যমিক পাশ করেছে । নম্বরও ভালই পেয়েছে সে । এ বার উচ্চ-মাধ্যমিকের পড়াশোনা । কিন্তু তার আগেই বিয়ে সেরে ফেলল অনন্যা ওরফে ‘মুন্নি’ ।

advertisement

নিজের ব্রাইডাল লুকের ছবিও সে শেয়ার করেছে ইনস্টাগ্রামের স্টোরিতে । সেখানে দেখা যাচ্ছে, অনন্যা লাল টুকটুকে বেনারসী পরেছেন । মাথায় লাল চেলি । সিঁথিতে সিঁদুর । ১৮ বছর বয়স হওয়ার আগেই বিয়ে সেরে ফেলল অনন্যা ? এটাই এখন প্রশ্ন ভক্তদের মনে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই ছবিতে আবার মুন্নি মজা করে লিখেছে, ‘গুডবাই, আই অ্যাম ম্যারেড!’ এরপর থেকেই নেটিজেনরা হামলে পড়েছে সেই ছবির উপরে । অনেকেউ উৎসুক অনন্যার বিয়ের ব্যাপারে জানতে । তবে আসল কথাটা হল, এই বিয়ে হয়েছে রিল লাইফে, রিয়েলে নয় । সম্প্রতি একটি ওয়েব সিরিজের শ্যুট করছে অনন্যা । আর সেখানেই তাঁকে এই লুকে দেখা যাবে। নেহাত মজার ছলে, অনুরাগীদের একটু পিছনে লাগতেই সে ছবি শেয়ার করে নিজের ইনস্টাগ্রামে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ananya Guha: এই তো সবে মাধ্যমিক পাশ করলেন, এরই মধ্যে বিয়ে সেরে ফেললেন ‘মুন্নি’!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল