সংসার জীবনে পা রাখলেন সিদ্ধার্থ । নিজে উপস্থিত থেকে পর্দার ভাগ্নেকে আগামী জীবনে পথচলার শুভেচ্ছা জানালেন খোদ তাঁর ‘মামা’ শ্রী রামকৃষ্ণ, ওরফে সৌরভ সাহা (Sourav Saha)। কে হলেন হৃদয়ের জীবনের রানি? পাত্রী সঙ্গীত শিল্পী দেবতৃষা সেনগুপ্ত (Debatrisha Sengupta) ।
দীর্ঘদিনের প্রেম অবশেষে পূর্ণতা পেল । বেশকিছু বাংলা ছবিতে প্লে-ব্যাক করেছেন দেবতৃষা । আর সিদ্ধার্থ ‘রানী রাসমণী’ ছাড়াও অভিনয় করবেন ‘দত্ত অ্যান্ড বৌমা’ ধারাবাহিকেও । এই অতিমারী পরিস্থিতিতে খুব ঘরোয়া ভাবে, স্বল্প সংখ্যক অতিথির উপস্থিতিতেই বিয়ে সেরেছেন সিদ্ধার্থ । একেবারে খাঁটি বাঙালি সাজেই সেজে উঠেছিলেন বর-কনে । সিদ্ধার্থ পরেছিলেন লাল সিল্কের পাঞ্জাবি, দেবতৃষা সেজেছিলেন টুকটুকে লাল বেনারসীতে । তবে শোনা যাচ্ছে, বৌভাতের অনুষ্ঠান সম্পন্ন হবে জাঁকজমক করেই । সেখানে টলি পাড়ার ঘনিষ্ঠ বন্ধুবান্ধ ও সহকর্মীরা উপস্থিত থাকতে পারেন । উপস্থিত থাকতে পারেন রানিমা, দিতিপ্রিয়া রায়ও ।
advertisement