TRENDING:

আলিয়া ভাট ও পূজা ভাটের সঙ্গে কাজ করছেন যীশু সেনগুপ্ত ! পরিচালক মহেশ ভাট...

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: টলিউডের যীশু সেনগুপ্ত যত দিন যাচ্ছে ততই পরিনত হচ্ছেন তাঁর অভিনয়ে, কেরিয়ারে। টলিউড এবং বলিউড দুটোকে সমানভাবে সমলে মনেন তিনি। বাংলা ও হিন্দি দুই ছবিতেই তিনি বেশ জনপ্রিয়। তবে বাংলায় যীশু সেনগুপ্তর পরিচয়টাই আলাদা। তিনি বাংলা ছবির একটা নাম। এবার তিনি কাজ করবেন বলিউডের বিখ্যাত পরিচালক মহেশ ভাটের পরিচালনায় 'সড়ক ২' ছবিতে।
advertisement

প্রযোজক সংস্থা এবং পুজা ভাট দুজনেই এব্যাপারে তথ্য দিয়েছেন। পুজা ভাট ট্যুইট করে যীশুর এই ছবিতে কাজ করার কথা জানিয়েছেন। এই ছবিতে যীশুর সঙ্গে অভিনয় করবেন আলিয়া ভাট, পূজা ভাট, আদিত্য রায় কাপুর, সঞ্জয় দত্তের মতো শিল্পীরা। 'সড়ক ২'তে নিজের বাবা মহেশ ভাটের পরিচালনায় প্রথম কাজ করছেন আলিয়া ভাট। ১৯৯১-এ সঞ্জয় দত্ত ও পূজা ভাট অভিনীত ছবি 'সড়ক' রিলিজ করেছিল। ২০২০-তে মুক্তি পাবে 'সড়ক ২'---

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
আলিয়া ভাট ও পূজা ভাটের সঙ্গে কাজ করছেন যীশু সেনগুপ্ত ! পরিচালক মহেশ ভাট...