বছর দু'য়েক আগেই বিয়ে হয়েছে টলি পাড়ার জনপ্রিয় মুখ জিতু কমল ও নবনীতা দাসের। ভালোবেসে বিয়ে করেছেন তাঁরা। কাজ করতে গিয়েই আলাপ হয়েছিল এই জুটির। তবে দু'বছর কাটতে না কাটতেই তাঁদের বিচ্ছেদের খবরে সরগরম হয়েছিল নেট দুনিয়া। আসলে জিতু একটি মজার ভিডিও শেয়ার করেছিলেন ইনস্টাতে। সেই ভিডিও ঘিরেই তৈরি হয়েছিল জল্পনা। তবে নিজেরা মুখে কোনও জবাব না দিলেও ইনস্টা ভিডিও পোস্ট করেই বুঝিয়েছেন তাঁদের সম্পর্কের গভীরতা। লক ডাউনের জন্য র্দীর্ঘ দিন বাড়িতে কাটাতে হয়েছে এই দম্পতিকে। কিন্তু লকডাউন হালকা হয়েছে। করোনার দাপট একটু কাটতেই পাহাড় বেড়াতে গিয়েছেন কপত-কপতী। পাহাড়ের আনন্দ নিতে দেখা গিয়েছে জিতু ও নবনীতা। শুধু গিয়েছেন তাই নয়, সেখান থেকে নানান মজার ভিডিও শেয়ার করেছিলেন তাঁরা। পাহাড়ের ধারে নীল টিশার্ট পড়ে শাহরুখ-কাজল-রানি অভিনীত ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'-এর গানে লিপসিং করছিলেন জিতু। দু'হাত শাহরুখের মতো খুলে গান গেয়েছেন তিনি আর ছুটে এসে তাঁকে জড়িয়ে ধরেছেন নবনীতা।
advertisement
আসলে এই নাচ বিশেষ এক অনুষ্ঠানের জন্য৷ তাই তো এই নিয়ে চলছে প্রস্তুতি৷ অবশ্যই মঞ্চে যখন নাচবেন নবনীতা, তখন চোখ ভরে দেখবেন তাঁর আদরের জিতুও৷ আপাতত আপনারা দেখুন নবনীতার নাচ৷