TRENDING:

কলকাতার রাস্তাতেই ধাক্কা খেতে পারেন অ্যাঞ্জেলিনা জোলি কিংবা কেট উইন্সলেটের সঙ্গে ! কীভাবে ?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: হলিউড পাড়ি দিচ্ছে বাংলায়! খবর, হলিউডের নামী পরিচালক জ্যাক শোল্ডার তাঁর আগামী ছবির শুটিং করতে আসছেন কলকাতায়। শুটিং হবে খিদিরপুরে। ছবির নাম স্লামগার্ল মিলিয়োনিয়ার। একসময়ে খিদিরপুরের বাসিন্দা জিলান হাসলাম-এর জীবনকে কেন্দ্র করে গড়িয়েছে ছবির চিত্রনাট্য। হাসলামের ভূমিকায় বিখ্যাত হললিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি কিংবা কেট উইন্সলেট অভিনয় করতে পারেন। শোনা যাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই তাঁরা হয়তো শুটিংয়ের জন্য কলকাতায় আসবেন।
advertisement

নির্ভরযোগ্য সূত্রের খবর ভোটের পরেই পরিচালক জ্যাক শোল্ডার এবং জিলান হাসলাম খিদিরপুরের বস্তিতে লোকেশন দেখতে আসছেন। হাসলামের জন্ম এই বস্তিতেই। চিত্রনাট্যের পরতে পরতে ফুটে উঠেছে কীভাবে একটি বস্তি থেকে উঠে বিদেশে গিয়ে বিখ্যাত লেখিকা হলেন হাসলান, তাঁর জীবনের নানা উড়ান পতনের কাহিনি। কলকাতা ও লন্ডনে ছবির শুটিং হবে। এই শহরে এত বড় মানের ছবির শুটিং সাম্প্রতিককালে হয়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
কলকাতার রাস্তাতেই ধাক্কা খেতে পারেন অ্যাঞ্জেলিনা জোলি কিংবা কেট উইন্সলেটের সঙ্গে ! কীভাবে ?