অনিন্দ্য জানিয়েছেন, “মিমি টলিউড ইন্ডাস্ট্রিতে আমার সবচেয়ে পুরনো বন্ধু। আমরা বাপি বাড়ি যা (Bapi Bari Jaa) ছবি দিয়ে একসঙ্গে আমাদের কেরিয়ার শুরু করেছিলাম। সেই সময় থেকেই আমরা বন্ধু। যে কোনও ছেলে বন্ধুর সঙ্গে আমি যেভাবে মিশি মিমির সঙ্গেও আমার সম্পর্কটা ঠিক তেমনই। আমাদের সম্পর্ক খুব খোলামেলা। ওঁর বন্ধুত্বপূর্ণ খুনসুটিগুলো আমার ভালো লাগে। দুজনেই আমরা নিজেদের পোষ্যকে ভালবাসি। পথে ঘাটের কোনও কুকুর যদি অসহায় অবস্থায় পড়ে থাকে, সেই সময় যদি কোনও সাহায্যের প্রয়োজন পড়ে আমি মিমির সঙ্গে যোগাযোগ করি। মিমি এক সেকেন্ডও সময় লাগায় না আমাকে রিপ্লাই করতে”। একইসঙ্গে অনিন্দ্য আরও বলেন, “কলকাতায় লকডাউনের এক রাতে, মিমির পোষ্য চিকু জুনিয়র অসুস্থ হয়ে পড়ে। মিমি আমাকে জানায় চিকু বমি করছে। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। আমার পরিচিত এক চিকিৎসক ছিল। আমি একটুকুও সময় নষ্ট না করে মিমির বাড়িতে হাজির হই”।
advertisement
প্রসঙ্গত, অনিন্দ্যর হাতে এখন কোনও নতুন প্রজেক্ট নেই। তবে তাঁর অভিনীত অনেক ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। অনিন্দ্য আশা প্রকাশ করেছে, আবার সিনেমাহলগুলি চালু হবে। দর্শক আবার প্রেক্ষাগৃহে পরিবার সমেত যেতে পারবে। অন্যদিকে, মিমির আসন্ন ছবি বাজি (Baazi)। যেখানে তাঁর বিপরীতে রয়েছেন টলিউডের সুপারস্টার জিৎ (Jeet)। ছবিটি পরিচালনা করবেন অংশুমান প্রত্যুষ (Angshuman Pratyush) এবং প্রযোজনায় থাকছে জিতের প্রোডাকশন হাউজ।