নতুন সম্পর্কের এই জোরদার গুঞ্জনের মধ্যেই প্রকাশ্যে এল শ্রাবন্তীর ‘চর্চিত প্রেমিক’-এর এক্সক্লুসিভ একটি ছবি । ছবিতে কালো শার্ট পরিহিত এক ব্যক্তিকে দেখা গিয়েছে । যিনি অন্য একজনকে কেক খাইয়ে দিচ্ছেন । ওই ব্যক্তির সঙ্গেই নাকি সম্পর্কে রয়েছেন নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ।
এ দিকে আবার শ্রাবন্তীর তৃতীয় সম্পর্কও এখন অতীত । রোশন সিংয়ের থেকে আলাদা হয়ে গিয়েছেন গত বছর থেকেই । বিয়ের বছর খানেক গড়াতে না গড়াতেই রোশনের সঙ্গে মনোমালিন্য শুরু হয় নায়িকার । তাঁরা আলাদা থাকতে শুরু করেন । যদিও তার কারণ জানা যায়নি আজও । শ্রাবন্তীর সঙ্গে ভাঙা সংসার জুড়তে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন রোশন, তবে ঘনিষ্ঠমহল সূত্রে খবর, ‘মিষ্টি হাসির নায়িকা’ এই সম্পর্ককে আর টিকিয়ে রাখতে চান না । ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, ‘মুভ অন’ করে গিয়েছেন তিনি ।
advertisement
এর কারণ কি সেই চর্চিত প্রেমিক? নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? উত্তর যাই হোক না কেন, নায়িকার জীবনে ফের প্রেমের ছোঁয়া লাগল কিনা, সেটা জানতেই উৎসুক শ্রাবন্তীর ভক্তকূল । মাস দুয়েক হল শ্রাবন্তীর নতুন সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে টলিপাড়ার অন্দরে । বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরী’কে নাকি মন দিয়েছেন নায়িকা । পরিচালক রাজীব বিশ্বাস, মুম্বইয়ের মডেল কৃষ্ণ ভিরাজ, মাল্টি জিমের মালিক রোশন সিংয়ের পর তা হলে কি এ বার অভিরূপের প্রেমে বাঁধা পড়লেন নায়িকা?
এই জল্পনাকেই আরও খানিকটা উস্কে দিতে সাম্প্রতিক এই ছবিটি । ঘনিষ্ঠ সূত্রে খবর, এই ছবিটি শ্রাবন্তীর বাড়ির । উপলক্ষ্য ছিল অভিরূপের জন্মদিন । ওই দিন নিজের বাড়িতে অভিরূপের জন্মদিন সেলিব্রেট করেন শ্রাবন্তী । উপহার দেন হিরে বসানো বহুমূল্য প্ল্যাটিনামের আংটিও । ঘরোয়া এই পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেত্রীর বাবা-মা ও দিদি স্মিতাও । তা হলে কি খুব শীঘ্রই নতুন সম্পর্কে শিলমোহর লাগতে চলেছে? নাকি চতুর্থ বার কোনও সম্পর্কে জড়ানোর আগে আরও একটু বুঝেশুনে পা ফেলতে চলেছেন নায়িকা?
সম্প্রতি শ্রাবন্তীর একটি ফোটোশ্যুটের ভিডিওতে কমেন্টও করেছিলেন অভিরূপ । ইনস্টাগ্রামে দু’জনেই একে অপরকে ফলো করেন। তার উপর শ্রাবন্তীর কমেন্ট বক্স রেস্ট্রিক্টেড । শুধুমাত্র শ্রাবন্তী যাঁদের ফলো করেন সেই ব্যক্তিরাই তাঁর ছবি বা ভিডিওতে কমেন্ট করতে পারবেন এবং সেটাই দেখা যাবে । তাই অভিরূপের কমেন্ট-টিও সহজেই নজরে পড়েছে । ফোটোশ্যুটে দেখা যাচ্ছে, অপরূপা শ্রাবন্তী গোলাপি সিক্যুইনের একটি শাড়ি পরেছেন । সঙ্গে মানানসই সবুজ ব্লাউজ ও ডিজাইনার গয়না । ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘ইশকে দি চাসনি’ । এই ভিডিও দেখে নিজেকে সামলাতে পারেননি অভিরূপ । লিখেছেন, ‘ম্যাজিক্যাল’ । সঙ্গে এঁকে দেন হৃদয়ের ইমোজিও । আর এই কমেন্ট চোখ এড়ায়নি নেটিজেনদের । টলিউডে ফের আরও একটা নতুন খবর আসার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে ।