আরও পড়ুন Mekhla Dasgupta Wedding: গায়িকা মেখ্লা দাশগুপ্তের বিয়ে, বিয়ের কার্ডে দারুণ চমক! দেখুন
মুক্তি পেয়েছে সঞ্জয় ভট্টাচার্য পরিচালিত নতুন ওয়েব সিরিজ দুয়ারে বৌমার ট্রেলার (Duare Bouma trailer)৷ অভিনয় করেছেন রাজদীপ গুপ্ত, সৌরভ পালধি, সুচন্দ্রা চৌধুরি, বৃষ্টি রায়, পার্থ মুখোপাধ্যায়, ত্যানিয়ারাদজা কুনগুমা৷ উরিবাবা ইউটিউব চ্যানেলে দেখা যাবে কমেডি ধর্মী এই বাংলা সিরিজটি৷
advertisement
বন্ধুর প্রেমিকা বিদেশিনী৷ বন্ধুর অনুরোধে তাঁকে বাড়িত নিয়ে আসার ফলে বাড়ির তৈরি হয় চূড়ান্ত বিভ্রান্তি৷ মায়ের সঙ্গে শুরু হয় মারাত্মক ভুল বোঝাবুঝি৷ কারণ বন্ধুর প্রেমিকারে মাও নিজের ছেলের বৌ হিসেবে ভাবতে শুরু করেন৷ অন্যদিকে এসবের মাঝে দুই বন্ধুর মধ্যে ফের একবার শুরু হয় দ্বন্দ্ব৷ এই সিরিজে দুই বন্ধু হলেন রাজদীপ ও সৌরভ (Saurav Palodhi)৷ খুবই হাসির এই সিরিজের মোড়কে আদতে উঠে আসবে আধুনিক মধ্যবিত্ত জীবনের সমস্যা৷
আরও পড়ুন উপত্যকায় প্রেম-হতাশার দোলাচলের মাঝেই অনন্ত অপেক্ষার গল্প আওয়েটিং!
ছবির চিত্রগ্রাহক তুহিন সাহা৷ সম্পাদনার দায়িত্বে বিজয় রুজ৷ সঙ্গীত পরিচালনা করেছেন অভিষেক সাহা৷ দুয়ারে বৌমা ট্রেলারটি পছন্দ হয়েছে নেটিজেনদের৷