সত্যজিৎ ‘অপুর সংসার’ যেখানে শেষ করে গিয়েছিলেন, সেখান থেকেই শুরু হবে ‘অভিযাত্রিক’ ৷ পরিচালক শুভ্রজিৎ মিত্র। অপর্ণার ভূমিকায় রয়েছেন দিতিপ্রিয়া রায় আর অপুর চরিত্রে অর্জুন চক্রবর্তী। অপুর এক বন্ধু শঙ্করের ভূমিকায় দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে ৷ বিভূতিভূষণের আরও এক অক্ষয় সৃষ্টি ৷
প্রথমে অপুর চরিত্রটি করার কথা ছিল বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভর। কিন্তু বাধ সাধে ভিসা। শুভ ভিসা না পাওয়ায় আবার নতুন করে খোঁজ শুরু হয় এই চরিত্রের। অবশেষে অর্জুন চক্রবর্তীকে মনে ধরে পরিচালকের ৷ চিত্রনাট্যের বাঁধনে ফিরে আসছে দুর্গা, অপর্ণা, রাণুদি, এমনকি লীলাও। ছবিতে অর্পিতা চট্টোপাধ্যায়কে দেখা যাবে লীলার চরিত্রে, রাণুদির ভূমিকায় থাকছেন শ্রীলেখা মিত্র। তাঁর দিদির চরিত্রে অভিনয় করবেন সোহাগ সেন। ছবির সবচেয়ে আকর্ষণীয় দিক হল, গোটা ছবিটাই শ্যুট হয়েছে সাদা-কালোতে ৷
advertisement