TRENDING:

বাবা বলতে শিখে গেল ছোট্ট ইউভান, ভিজিও শেয়ার করলেন বাবা রাজ চক্রবর্তী

Last Updated:

ছেলে ইউভান (Yuvaan Chakraborty) এখন তাঁকে ‘বাবা’ বলে ডাকতেও শিখে গেল । আর সেই ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দেখতে দেখতে ৯ মাসের হয়ে গেল ‘রাজপুত্র’ । আধো আধো বুলি ফুটেছে তাঁর মুখে । আর তা দেখেই আনন্দে আত্মহারা বাবা রাজ চক্রবর্তী (Raj Chakraborty) । ছেলে ইউভান (Yuvaan Chakraborty) এখন তাঁকে ‘বাবা’ বলে ডাকতেও শিখে গেল । আর সেই ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী ।
বাবা বলতে শিখে গেল ইউভান চক্রবর্তী । ছবি- ইনস্টাগ্রাম ।
বাবা বলতে শিখে গেল ইউভান চক্রবর্তী । ছবি- ইনস্টাগ্রাম ।
advertisement

২০২০-র ১১ সেপ্টেম্বর, রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) কোল আলো করে এসেছিল তাঁদের প্রথম সন্তান ইউভান । জন্মের প্রথম মুহূর্ত থেকেই সে খুদে তারকা । হাসপাতালে তার প্রথম ছবি, তার হাসি, কান্না, খেলা, হামাগুড়ি, প্রথমবার দাঁড়ানো, একটু একটু করে বেড়ে ওঠার প্রতিটা মুহূর্তই সোশ্যাল মিডিয়ার দেওয়ালে হামলে পড়ে দেখেছেন নেটিজেনরা ।

advertisement

সম্প্রতি রাজ নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন । তাতে দেখা যাচ্ছে, ইউভান বাবার কাঁধে চড়ে বসেছে । ছোট ছোট হাত-পা নিয়ে দারুণ দস্যিপনা করছে সে । কখনও বাবার চোখে, মুখে হাত ঢুকিয়ে দিচ্ছে, কখনও আবার পা দাপাচ্ছে । আর সমানে বলে চলেছে ‘বাবা--বা--বা-বা’ । রাজ লিখেছেন, ''আমার ছেলে আমাকে "বাবা" বলতে শিখেছে এবং যখনই আমি ওকে এটা বলতে শুনছি, আমি অভিভূত হচ্ছি। এটি বিশ্বের সেরা অনুভূতি।''

advertisement

এর আগেও রাজ দু’টি ছবি পোস্ট করেছিলেন ইউভানের । যেখানে দেখা গিয়েছিল, খুদেকে নিজের প্রথম উপার্জনের টাকায় কেনা একটি বেগুনি রঙের পালসারের সিটে বসিয়েছেন তিনি । তাঁর ইচ্ছা ছেলেও বড় হয়ে এই গাড়িটিতে চড়েই বাইকে চালানো শিখুক । তাই যত্ন করে প্রথম কেনা সেই বাইকটি রেখে দিয়েছেন রাজ ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
বাবা বলতে শিখে গেল ছোট্ট ইউভান, ভিজিও শেয়ার করলেন বাবা রাজ চক্রবর্তী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল