টলি টাউনে একদিনে নুসরত-নিখিলের সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে৷ তার মধ্যে নুসরতের সঙ্গে যশের প্রেম এবং গর্ভবতী নুসরত এখন রয়েছেন খবরের শিরোনামে৷ এরই মধ্যে অভিনেত্রী তনুশ্রী ও শ্রাবন্তীর সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছে তাঁকে৷ অন্যদিকে শ্রাবন্তী তিনি তাঁর তৃতীয় স্বামীকে ছেড়ে রয়েছেন বহুদিন৷ এখনও তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়নি৷ রোশন যতই শ্রাবন্তীর সঙ্গে ঘর করতে চান না কেন, শ্রাবন্তী সেই দিক থেকে মুখ ফিরিয়েছেন৷ তিনি নতুন দিশার দিকে পা বাড়িয়েছেন৷ জীবনকে উপভোগ করতে জানেন তিনি৷ তাই তো অনেক সমস্যা, নেতিবাচক সমালচনা শ্রাবন্তীকে টলাতে পারেনি৷ তিনি তাঁর নিজের মতো করে এগিয়ে গিয়েছেন৷ একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের৷ টলিউডের লিডিং লেডিদের মধ্যে অন্যতম তিনি৷ আবার ভোটের ময়দানেও লড়েছেন তিনি৷ কোনও কিছুকে তোয়াক্কা না করে তিনি গুরুত্ব দিয়েছেন নিজের সিদ্ধান্তে৷
advertisement
এবারও তার অন্যথা হবে না৷ জীবন নিজের মতো করে চুটিয়ে উপভোগ করছেন শ্রাবন্তী৷ তাই তো পর জন্মের কোনও সাধ নেই তাঁর৷ একটাই জীবন এবং সেই জীবনের সবটুকু আনন্দ পেতে তৈরি তিনি৷ যে কারণে এমন বক্তব্য তাঁর৷ তাঁকে নিয়ে কে, কী বলল, থোড়াই কেয়ার করেন অভিনেত্রী৷ নিজে বাঁচেন নিজের মতো করে৷ তাই তো একটা জীবনই তাঁর জন্য যথেষ্ট বলছেন নায়িকা শ্রাবন্তী৷ অতীতকে সেভাবে পাত্তা না দিয়ে ভবিষ্যতের উদ্দেশ্যে এগিয়ে যেতে চাইছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ কিছুদিনের মধ্যেই তাঁর ও সোহমের ওয়েব সিরিজ দু’জনে মুক্তি পাবে৷ সেই দিকে তাঁকিয়ে শ্রাবন্তী ভক্তরা৷