অপুকে কোনভাবেই তিনি বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারেন না আন্টি ২৷ তাই তো সব সময় দিদি অবলার কান ভাঙানোর জন্য তিনি প্রস্তুত৷ প্রথম থেকে অপুর সঙ্গে বাড়ির ছেলে দীপুর বিয়েতে নারাজ তিনি৷ বাধা দেওয়ারও হাজার চেষ্টা করেছিলেন৷ কিন্তু সেটা খুব বেশি কাজ করেনি৷ শেষ পর্যন্ত বাড়ির বউ হয়ে আসে অপু৷ তারপর থেকে অপুর উপর সারাক্ষণ নজর তার আন্টি ২-র৷ যে কোনও উপায় অপুকে ছোট প্রমাণ করতে পারলেই, তিনি খুশি৷ দিদি অবলার সঙ্গে অপুর ভাব তিনি চান না৷ অবলার সংসারের সম্পত্তির উপর তাঁর নজর৷ তাই তো কোনও বউয়ের সঙ্গে শাশুড়ির মিল তিনি মেনে নিতে পারেন না৷ উল্টে ঝগড়া বাধান৷ তবে অপুও খুব চালক মেয়ে৷ সেও জানে কীভাবে শাশুড়ির মন জয় করে সংসারের সেরা হয়ে উঠতে হবে৷ ধীরেধীরে বাড়ির সকলের কাছে অপু হয়ে উঠছে প্রিয়৷ তবে শেষ পর্যন্ত কী অপু পারবে শাশুড়ির মন জয় করে সংসারের হাল সামলাতে? সঙ্গে আবার নিজের কেরিয়ার তৈরি করতে? অর্থাৎ ঘরে বাইরে কীভাবে জয়ী হয় অপু, সেটাই সকলের নজরে রয়েছে৷
advertisement
আপাতত দেখুন ধারাবাহিকের ভিলেন আন্টি টু-কে৷ সিরিয়ালে দেখলে কী বোঝা যায় যে, তিনি এতটা গ্ল্যামারাস৷ সারাক্ষণ দুষ্টু বুদ্ধি করতে থাকা আন্টি টু যে এভাবে ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরতে পারেন, তা এই ছবি না দেখলে বোঝা যেত না৷ তবে শুধু নিজের সুন্দর সাজ নয়৷ আন্টি ২ ওরফে নন্দিনী দারুণ শিল্পী, তিনি আঁকেন খুবই সুন্দর৷ সব মিলিয়ে ধারাবাহিকের খল, বাস্তবে খুবই সুন্দর একজন মানুষ, এটা বলাই বাহুল্য৷