২ দিন আগে নিখিল(Nikhil Jain) নিজের ওয়ার্ক আউটের একটি ছবি পোস্ট করে লেখেন, কর্ম তোমায় সবসময় অনুসরণ করবে৷ অর্থাৎ যে যা করছে, তার ফল পাবে৷ তাঁর ও নুসরতের সম্পর্কে কী হয়েছে, তা নিয়ে মুখ খোলেননি দু’পক্ষই৷ তবে খুব স্বাভাবিক মনোমালিন্য হলে, একে অপরকে দোষারোপ করাটাই স্বাভাবিক৷ এবং সেক্ষেত্রে নিখিলের অভিমান থাকবেই তাঁর স্ত্রীর প্রতি৷
advertisement
এরপরই রবিবার বিকেলের দিকে তিনি একটি পুরনো ছবি পোস্ট করেন৷ ফ্লাইটের ভিতর বসে নিখিল৷ মুখে স্মিত হাসি৷ এই ছবির সঙ্গে তিনি লিখেছেন, আমি সেই সব স্মৃতি খুব ভালবাসি যা আমার মুখে হাসি ফোটায়, যে কোনও সময়৷ আমার জীবন এখন যেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখনও৷ অর্থাৎ তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে বর্তমান সময় তিনি খুব একটা খুশিতে নেই৷ উল্টে তাঁর জীবন নানা জটিলতার মধ্যে দিয়েই কাটছে৷
এরপরের পোস্টেও ধরা পড়েছে একরাশ অভিমান৷ একটি ভিডিও পোস্ট করেছেন নিখিল জৈন৷ যেখানে তিনি হ্যাপি বার্থ ডে গানটি গিটারে বাজাচ্ছেন৷ এরসঙ্গেই তিনি লিখেছেন বিশেষ ধন্যবাদ তাঁদের যাঁরা জানেন যে জন্মদিন এক বিশেষ দিন৷ সবাই নিজেদের জীবনে আনন্দে থাকুন৷ এর পরের লাইটি তাৎপর্যপূর্ণ৷ যখন তিনি লিখছেন, যাঁরা এই দিনটি নষ্ট করতে চান, তাদের প্রতি ধিক্কার৷ এই কথার মধ্যে ঝড়ে পড়েছে রাগ৷ নিখিল সেই সব কাছের মানুষের উদ্দ্যেশেই এই কথা লিখেছেন বলে মনে করছেন অনেকে৷ কারণ যাঁরা তাঁর বিশেষ দিনটিতেও তাঁর মনে দুঃখ দিয়েছেন, তাঁদের তিনি কোনওভাবে ক্ষমা করবেন না, এমনই বোঝা গিয়েছে৷ বা এটাও হতে পারে এই বক্তব্যের অর্থ যে, যতই তাঁর ক্ষতি কেউ চাক না কেন, তাঁর কিছুই হবে না৷ কারণ তিনি তো আগেই বলেছেন যে তিনি কর্মে বিশ্বাসী৷ এবং যিনি কর্মে বিশ্বাসী, তিনি নিজে জেনে বুঝে কি কারও ক্ষতি করবেন?
আপাতত নুসরত-নিখিল সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন, নানা সংশয় রয়েছে৷ নুসরতের মা হওয়ার গুঞ্জনে তা আরও বড় হয়ে দাঁড়িয়েছে৷ স্বামী নিখিলের সঙ্গে সম্পর্ক ভাল নয় নুসরতের৷ সেক্ষেত্রে কার সন্তানের (Nusrat Jahan Pregnant)মা হতে চান অভিনেত্রী? সেই প্রশ্ন উঠে এসেছে ভক্তদের মনে৷