TRENDING:

Viral Video: কীর্তন গাইছেন অপরাজিতা অপুর দীপু ওরফে রোহন ভট্টাচার্য, ভিডিও ভাইরাল

Last Updated:

ভক্তরা মজে গেলেন দীপু ওরফে রোহন ভট্টাচার্যের কৃষ্ণ বন্দনায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অপরাজিতা অপু (Aparajita Apu) ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র দীপু ওরফে রোহন ভট্টাচার্য (Rohaan Bhattachariya) এখন গান গাইছেন৷ তবে এটা ধারাবাহিকের জন্য নয়৷ তিনি গলা ছেড়ে গাইছেন বাংলার লোকসঙ্গীত৷ একেবারে হারমোনিয়ামের সঙ্গে তাল মিলিয়ে কীর্তন গাইছেন অভিনেতা৷ তিনি যে এত ভাল কীর্তন গাইতে পারেন, তা হয়ত অনেকেরই ধারণা ছিল না৷ কীর্তন দলের সঙ্গে যোগ্য সঙ্গত দিয়ে তিনি গাইলেন আর সেই ভিডিও ভাইরালও হল নিমেশে৷ হবে না কেন, অপুর গোবেচারা দীপু বাবু, যার কথায় কথায় হেঁচকি ওঠে, তার যে এত গুণ, কে জানত!
advertisement

অপরাজিতা অপুর সংসারে সারাক্ষণই সমস্যা৷ মেজো বৌদি ও মাসি বা আন্টি ২ সর্বক্ষণ অপুর বিরুদ্ধে চক্রান্ত করেই চলেছে৷ কীভাবে দীপুর স্ত্রী অপুকে ছোট দেখানো যায়, হেয় করা যায়, সেটাই তাদের মতলব৷ তবে সব বাধা কাটিয়ে অপুর কিন্তু জয়ী৷ আর সে তার পাশে সবসময় পায় তার স্বামী দীপুকে৷ দীপু বাবু যেন চোখে হারায় অপুকে৷ অপুও তাই৷ মুখে কখনও সে কথা না বললেও কাজে তা সব সময় প্রকাশ পায়৷ তাই তো শ্বশুরবাড়িতে গিয়েও গরিব শ্বশুরের পাশে দাঁড়ায় দীপু৷ এক কথায় একেবার আদর্শ বাঙালি ছেলের ভূমিকায় দীপু ওরফে রোহন৷

advertisement

কিছু দিন আগেই বাবাকে হারিয়েছেন অভিনেতা৷ শোক কাটাতে না কাটতেই যোগ দিয়েছেন শ্যুটিং-এ৷ মুখে হাসি নিয়েই তিনি ফুটিয়ে তুলছেন তাঁর চরিত্র৷ তাঁর বাবা মানিক ভট্টাচার্য ছিলেন থিয়েটার শিল্পী৷ তবে সেভাবে তিনি সফল ছিলেন না৷ বাবাকে দেখেই অভিনয় আসার কথা ভাবেন রোহন৷ অনেক লড়াই করতে হয়েছে তাঁকে৷ ধীরে ধীরে পেয়েছেন প্রতিষ্ঠা৷ এখন তিনি খুবই জনপ্রিয়৷ মূলত ভজগোবিন্দ ধারাবাহিকের গোবিন্দ হিসেবেই তিনি সকলের প্রিয় হয়ে ওঠেন৷ তারপর এখন অপরাজিতা অপুর দীপু হিসেবেও খুব জনপ্রিয় রোহন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সিনেমা নয়, সত্যি...! সীমান্তের ওপার থেকে ছেলেকে চিনে 'ভিডিও কলে' কেঁদে ফেললেন মা
আরও দেখুন

কাজের মাঝে তিনি নানা রকম ভিডিও তৈরি করে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়৷ সবগুলোই খুবই মিষ্টি৷ এবার একেবারে নিজের গায়কি সকলের সামনে মেলে ধরলেন তিনি৷ মেকআপ রুমে উপস্থিত কীর্তন দলের সঙ্গে শুরু করলেন গান৷ ভক্তরা মজে গেলেন দীপু ওরফে রোহন ভট্টাচার্যের কৃষ্ণ বন্দনায়৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: কীর্তন গাইছেন অপরাজিতা অপুর দীপু ওরফে রোহন ভট্টাচার্য, ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল