অপরাজিতা অপুর সংসারে সারাক্ষণই সমস্যা৷ মেজো বৌদি ও মাসি বা আন্টি ২ সর্বক্ষণ অপুর বিরুদ্ধে চক্রান্ত করেই চলেছে৷ কীভাবে দীপুর স্ত্রী অপুকে ছোট দেখানো যায়, হেয় করা যায়, সেটাই তাদের মতলব৷ তবে সব বাধা কাটিয়ে অপুর কিন্তু জয়ী৷ আর সে তার পাশে সবসময় পায় তার স্বামী দীপুকে৷ দীপু বাবু যেন চোখে হারায় অপুকে৷ অপুও তাই৷ মুখে কখনও সে কথা না বললেও কাজে তা সব সময় প্রকাশ পায়৷ তাই তো শ্বশুরবাড়িতে গিয়েও গরিব শ্বশুরের পাশে দাঁড়ায় দীপু৷ এক কথায় একেবার আদর্শ বাঙালি ছেলের ভূমিকায় দীপু ওরফে রোহন৷
advertisement
কিছু দিন আগেই বাবাকে হারিয়েছেন অভিনেতা৷ শোক কাটাতে না কাটতেই যোগ দিয়েছেন শ্যুটিং-এ৷ মুখে হাসি নিয়েই তিনি ফুটিয়ে তুলছেন তাঁর চরিত্র৷ তাঁর বাবা মানিক ভট্টাচার্য ছিলেন থিয়েটার শিল্পী৷ তবে সেভাবে তিনি সফল ছিলেন না৷ বাবাকে দেখেই অভিনয় আসার কথা ভাবেন রোহন৷ অনেক লড়াই করতে হয়েছে তাঁকে৷ ধীরে ধীরে পেয়েছেন প্রতিষ্ঠা৷ এখন তিনি খুবই জনপ্রিয়৷ মূলত ভজগোবিন্দ ধারাবাহিকের গোবিন্দ হিসেবেই তিনি সকলের প্রিয় হয়ে ওঠেন৷ তারপর এখন অপরাজিতা অপুর দীপু হিসেবেও খুব জনপ্রিয় রোহন৷
কাজের মাঝে তিনি নানা রকম ভিডিও তৈরি করে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়৷ সবগুলোই খুবই মিষ্টি৷ এবার একেবারে নিজের গায়কি সকলের সামনে মেলে ধরলেন তিনি৷ মেকআপ রুমে উপস্থিত কীর্তন দলের সঙ্গে শুরু করলেন গান৷ ভক্তরা মজে গেলেন দীপু ওরফে রোহন ভট্টাচার্যের কৃষ্ণ বন্দনায়৷