অপুর সামনে সব সময় চ্যালেঞ্জ৷ এক কথায় চ্যালেঞ্জের সামন দাঁড়িয়ে তিনি এসেছেন দীপুবাবুর জীবনে৷ একদিকে তাঁর শাশুড়ির মন জয় করার লক্ষ্য অন্যদিকে নিজের পায়ে দাঁড়ানোর প্রবল ইচ্ছে, এই সব লক্ষ্যপূরণের সামনে দাঁড়িয়ে অপু৷ অপু অপরাজিতা৷ অর্থাৎ জিততেই সে অভ্যস্থ৷ এরই মধ্যে চিরশত্রু আন্টি টু ও মেজ বৌদিকে বেশ শায়স্তা করেছে সে৷ এখন অপেক্ষা শাশুড়ি মায়ের মন জয়ের৷ যদিও অপুর কাজে কিছুটা হলেও মন ভরেছে আন্টি ১-এর৷ কিন্তু এখনও তিনি পুরোপুরি অপুকে বিশ্বাস করতে পারছেন না৷ অন্যদিকে দীপুর সঙ্গে অপুর প্রেমটা প্রকাশ্যে আসছে না৷ দীপু অপুকে খুব ভালবাসে, অপুও তার দীপুবাবুর উপর খুবই নির্ভরশীল, তবুও এখনও তাদের সম্পর্কে আপনি-আজ্ঞে চলছে৷ যা মেটাতে উঠে পড়ে লেগেছে বাড়ির সকলে৷
advertisement
এই অপু ওরফে সুস্মিতা দে একটি ভিডিও পোস্ট করলেন তাঁর ইনস্টাগ্রামে৷ যা নিয়ে ভক্তদের মধ্যে বেশ শোরগোল পড়ে গেল৷ কয়েক সেকেন্ডেই কাপড় বদলে গেল সুস্মিতার৷ শাড়ি ছেড়ে তিনি পরে ফেললেন আধুনিক পোশাক৷ তাঁকে যোগ্য সঙ্গত দিলেন অভিনেত্রী শতাব্দী নাগ৷ ধারাবাহিকে সবসময় দু’জনকে দেখা যায় শাড়িতেই৷ তাই তাদের পাশ্চাত্য পোশাকে দেখে বেশ উৎসাহীত ভক্তরা৷