TRENDING:

Aparajita Apu Viral Video: হাতের এক ইশারায় খুলে গেল শাড়ি, যে অবতারে ধরা দিলেন অপু ওরফে সুস্মিতা, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

অপু ওরফে সুস্মিতা দে একটি ভিডিও পোস্ট করলেন তাঁর ইনস্টাগ্রামে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অপরাজিতা অপু (Aparajita Apu) ওরফে সুস্মিতা দে (Susmita Dey) ছোট পর্দায় খুবই জনপ্রিয় অভিনেত্রী৷ দীপুবাবুর সঙ্গে তার খুনসুটি আর আন্টি ১-এর সঙ্গে অম্লমধুর সম্পর্ক দেখতে মুখিয়ে থাকে দর্শক৷ একইভাবে ছোটপর্দার বাইরেও সোশ্যাল মিডিয়ায় সুস্মিতার ভক্ত সংখ্যা বহু৷ তিনি নিজেও সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে খুব সক্রিয়৷ ছবি ও ভিডিও শেয়ার করেন নিয়মিত৷ এর এমনই এক ভিডিও হয়েছে ভাইরাল (Viral Video)৷ আর হবে না কেন, অভিনেত্রীর হাতের এক ইশারায় শাড়ি পাল্টে অন্য অবতারে তিনি! সঙ্গী শতাব্দী নাগ, যিনি আবার অপরাজিতা অপু ধারাবাহিকে অপুর দিদি এবং জায়ের চরিত্রে৷
advertisement

অপুর সামনে সব সময় চ্যালেঞ্জ৷ এক কথায় চ্যালেঞ্জের সামন দাঁড়িয়ে তিনি এসেছেন দীপুবাবুর জীবনে৷ একদিকে তাঁর শাশুড়ির মন জয় করার লক্ষ্য অন্যদিকে নিজের পায়ে দাঁড়ানোর প্রবল ইচ্ছে, এই সব লক্ষ্যপূরণের সামনে দাঁড়িয়ে অপু৷ অপু অপরাজিতা৷ অর্থাৎ জিততেই সে অভ্যস্থ৷ এরই মধ্যে চিরশত্রু আন্টি টু ও মেজ বৌদিকে বেশ শায়স্তা করেছে সে৷ এখন অপেক্ষা শাশুড়ি মায়ের মন জয়ের৷ যদিও অপুর কাজে কিছুটা হলেও মন ভরেছে আন্টি ১-এর৷ কিন্তু এখনও তিনি পুরোপুরি অপুকে বিশ্বাস করতে পারছেন না৷ অন্যদিকে দীপুর সঙ্গে অপুর প্রেমটা প্রকাশ্যে আসছে না৷ দীপু অপুকে খুব ভালবাসে, অপুও তার দীপুবাবুর উপর খুবই নির্ভরশীল, তবুও এখনও তাদের সম্পর্কে আপনি-আজ্ঞে চলছে৷ যা মেটাতে উঠে পড়ে লেগেছে বাড়ির সকলে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বড়দিনের প্রস্তুতি শুরু, সামনে থেকে দেখল পথশিশুরা! সময় এলেই পাওয়া যাবে সুস্বাদু কেক
আরও দেখুন

এই অপু ওরফে সুস্মিতা দে একটি ভিডিও পোস্ট করলেন তাঁর ইনস্টাগ্রামে৷ যা নিয়ে ভক্তদের মধ্যে বেশ শোরগোল পড়ে গেল৷ কয়েক সেকেন্ডেই কাপড় বদলে গেল সুস্মিতার৷ শাড়ি ছেড়ে তিনি পরে ফেললেন আধুনিক পোশাক৷ তাঁকে যোগ্য সঙ্গত দিলেন অভিনেত্রী শতাব্দী নাগ৷ ধারাবাহিকে সবসময় দু’জনকে দেখা যায় শাড়িতেই৷ তাই তাদের পাশ্চাত্য পোশাকে দেখে বেশ উৎসাহীত ভক্তরা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Aparajita Apu Viral Video: হাতের এক ইশারায় খুলে গেল শাড়ি, যে অবতারে ধরা দিলেন অপু ওরফে সুস্মিতা, দেখুন ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল