সিনেমার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল পরিচালক শামিম আহমেদ রনি-র কাছে। এবিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, “চলতি বছরের অক্টোবর থেকে সায়েন্স ফিকশনের শুটিং শুরু হবে এবং ডিসেম্বর থেকে থ্রিলার ছবির শুটিং শুরু হবে। আমরা এই মুহূর্তে সুপারস্টার (Superstar) এবং আর এক্স (RX) এর সঙ্গে কাজ করছি। কিন্তু এটা পরিবর্তন হতে পারে। এর পাশাপাশি আমরা সুস্মিতা ও কৌশানির সঙ্গেও আলোচনা করছি সিনেমার চরিত্র নিয়ে।”
advertisement
সিনেমায় অভিনয়ের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল অভিনেত্রী কৌশানির কাছে। এবিষয়ে কৌশানি বলেন, “এটা এমন একটা সিনেমা হতে চলেছে যা আমার কাছে সম্পূর্ণ নতুন। আমি এটাকে সম্পূর্ণ একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। এটা আমার কাছে একটা দারুন বিষয় হতে চলেছে। আমি অঙ্কুশদার সঙ্গে কাজ করতে বেশ আগ্রহী। অঙ্কুশদা আমার থেকে এই পেশায় আগে থেকে আছে। তাই তার কাছ থেকে আমরা অনেক কিছু শেখার আছে।”
এর আগেও করোনা আবহের মধ্যেই কলকাতায় একটি বাংলা সিনেমার শুটিং করেছেন শামিম আহমেদ রনি। তাঁর তৈরি ছবি অগ্নিবীণায় (Agnibina) অভিনয় করতে দেখা গেছে সুমনা দাসকে (Sumana Das)।