TRENDING:

Rohaan Bhattacharjee: ‘ঘাবড়ে গেলে দিপু হেঁচকি খাবে, এটা আমিই ঠিক করেছিলাম’, বললেন রোহন ভট্টাচার্য

Last Updated:

Rohaan Bhattacharjee Interview: ‘ইন্ডাস্ট্রিতে আমার জার্নিটা শুরু হয়েছিল ৬০ বছর আগে’, কেন এমন কথা বললেন বছর ত্রিশের অভিনেতা রোহন ভট্টাচার্য ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নতুন প্রজন্মের হিরোদের মধ্যে তিনি অন্যতম । সুদর্শন, সুপুরুষ, সুঠাম তাঁর চেহারা, ক্যারাটের বেঙ্গল চ্যাম্পিয়ন তিনি । শুধু তাই নয়, ডান্স, ফাইটিং, ঘোড়া চালানো, মার্শাল আর্ট সবেতেই পারদর্শী । বাংলা ছোট পর্দায় এত দক্ষ অভিনেতা আর আছে কিনা সন্দেহ । তাঁকে এখন সবাই চেনেন । ‘অপরাজিতা অপু’র সকলের প্রিয় ‘দিপু’ তিনি, ওরফে রোহন ভট্টাচার্য (Rohaan Bhattacharjee) । ব্যস্ততার মধ্যেও সময় বের করে ইন্ডাস্ট্রিতে তাঁর জার্নি নিয়ে গল্প জমালেন নিউজ ১৮-বাংলার সঙ্গে ।
advertisement

প্রথমেই তাঁর কাছে প্রশ্ন এল এই জার্নি শুরু হল কী করে? রোহনের উত্তর শুনে কিন্তু খানিক চমকে যেতে হয় । রোহন জানালেন তাঁর পথচলা শুরু হয়েছিল আজ থেকে ঠিক ৬০ বছর আগে । কিন্তু সেটা কী করে সম্ভব ? উত্তরে নায়ক জানালেন, তাঁর বাপি (সদ্য প্রয়াত) এই স্বপ্নটা দেখতে শুরু করেছিলেন তাঁর ইয়ং বয়সে । তিনি চাইতেন অভিনেতা হতে । নিয়মিত থিয়েটার করতেন । কিন্তু বাধ সেঁধেছিল নিম্ন-মধ্যবিত্ত পরিবার । এরপর যখন বুঝলেন তাঁর দ্বারা আর অভিনেতা হয়ে ওটা হবে না, তখন রোহনকে ছোট থেকেই তৈরি করছিলেন তিনি । রোজ সিনেমা দেখাতেন আর জিজ্ঞাসা করতেন বড় হয়ে কী হতে চাও । আসলে তিনি একটাই উত্তর খুঁজতেন । রোহন বললেন, ‘‘আমি সে সময় কিছুই বুঝতাম না । একেক দিন একেকটা উত্তর দিতাম । কিন্তু বাপি শান্তি পেতেন না । একদিন কোনও কারণে আমি বলি যে আমি অভিনেতা হতে চাই । সে দিন বাপির মুখটা ছিল দেখার মতো । সে দিন থেকেই আমার ট্রেনিং শুরু হল বাপির হাত ধরে ।’’

advertisement

এরপর নিজের বাবার দেখানো পথ ধরেই থিয়েটারের জগতে আসেন রোহন । কৌশিক সেনের হাত ধরে মঞ্চে প্রবেশ । কাজ শিখেছেন সোহাগ সেনের কাছেও । মুখাভিনয় করেছেন অঞ্জন দেবের কাছে । একটি ফিল্ম ইনস্টিটিউট থেকে ডিপ্লোমাও করেছিলেন অভিনয়ের । তারপর শুরু হল স্টুডিও পাড়ায় ঘোরাঘুরি । ২০০৮ সালে প্রথমে পেলেন জুনিয়র আর্টিস্টের কাজ । প্রচণ্ড খারাপ ব্যবহার পেতেন সবার কাছ থেকে । ডিপ্রশন গ্রাস করছিল । বাবার মুখের দিকে তাকাতে পারতেন না রোহন । ঠিক সেই সময়ই একটি অডিশনের ডাক পান । আর পেয়ে যান হিরোর চরিত্র । আকাশ বাংলায় ‘বসুন্ধরা’ বলে ওই সিরিয়াল দিয়েই রোহনের যাত্রা শুরু ।

advertisement

এই সিরিয়ালটি করতে করতেই হরনাথ চক্রবর্তীর সহকারী অমিত কুমার সামন্ত একটি সিনেমার জন্য ডাকেন । এরপর পর পর অনেকগুলো ছবিতে চুটিয়ে অভিনয় করেন তিনি । তার মধ্যে ছইল ‘লভ ডায়রি এক প্রেম কথা’, ‘মন শুধু তোকে চায়’, ‘জল’, ‘জামাইবরণ’, ‘ব্ল্যাকমেল’ ইত্যাদি । কিন্তু যে কোনও কারণেই হোক ছবি গুলো তেমন প্রচার পায়নি । বক্স অফিসেও ভাল চলেনি ।

advertisement

সে কারণেই একটা বড় কিছু ব্রেক চাইছিলেন রোহন । এরপরেই সুযোগ আসে স্টার থেকে । শুরু হয় ‘ভজ গোবিন্দ’ । রোহন আগে থেকেই বলে দিয়েছিলেন, এমন সিরিয়ালই করবেন, যেখানে হিরোকেই প্রধান হতে হবে । হিরোইন হলে হবে না । আর ‘ভজ গোবিন্দ’-এর তুমুল সাফল্য প্রমাণ করে দিয়েছিল রোহন এই দাবি করার ক্ষমতা রাখেন । এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হল না । একে একে ‘কলের বৌ’, তারপর ‘অপরাজিতা অপু’ । মাঝে ‘এ বার জমবে মজা’য় সঞ্চালনর দায়িত্বও সামলেছেন রোহন ।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

‘অপরাজিতা অপু’ ধারাবাহিকে ‘দিপু’ চরিত্রটি করার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল চরিত্রটির সারল্য আর অনেক রকম শেডস । যা দেখে আকৃষ্ট হয়েছিলেন রোহন । তবে অনেকেই জানেন না, দিপু যে ঘাবড়ে গেলে হেঁচকি তোলে সেটা সম্পূর্ণই রোহনের কারসাজি । স্ক্রিপ্টে এমন কিছুই ছিল না । তিনিই চরিত্রটাকে আরও একটু ফুটিয়ে তুলতে তার মধ্যে নতুন এই চারিত্রিক বৈশিষ্ট্যটি যোগ করে নিয়েছেন ।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rohaan Bhattacharjee: ‘ঘাবড়ে গেলে দিপু হেঁচকি খাবে, এটা আমিই ঠিক করেছিলাম’, বললেন রোহন ভট্টাচার্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল