TRENDING:

Jisshu Sengupta: ছোট পর্দার পর এবার সিনেমায় মহাপ্রভু হবেন যীশু সেনগুপ্ত?

Last Updated:

গুঞ্জন শোনা যাচ্ছে, সম্ভবত এবার শুটিং শুরু হবে শ্রীচৈতন্য বায়েপিকের (Jisshu Sengupta MahaPrabhu)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নতুন ছবি তৈরিতে ব্যস্ত সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। তৈরি করছেন বায়োপিক শ্রী চৈতন্য মহাপ্রভু। কবে থেকে শুটিং শুরু হবে সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে চৈতন্য মহাপ্রভু-র (Chaitanya Mahaprabhu) চরিত্রে কি অভিনয় করছেন যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta)? এবিষয়ে কোনও সদুত্তর পাওয়া যায়নি।পাশাপাশি অনির্বাণ ভট্টাচার্যকে (Anirban Bhattachariya) কোনও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে। তবে এবিষয়েও কোনও নিশ্চিত কোনও খবর এখনও জানা যায়নি।
advertisement

সত্যিই কি যীশুকে দেখা যাবে চৈতন্য মহাপ্রভুর চরিত্রে? এই প্রশ্নই সরাসরি করা হয়েছিল সিনেমার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে। জবাবে সৃজিত বলেন, “সিনেমায় কারা কারা অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত সিন্ধান্ত নেওয়া হয়নি।তবে অনির্বাণকে কোনও গুরুত্বপূর্ণ চরিত্রে মানাবে।”

এই বায়োপিকটির ঘোষণা হয়েছিল ২০১৮ সালে। সেবছর আভাস পাওয়া গিয়েছিল যীশু সেনগুপ্ত চৈতন্য মহাপ্রভুর চরিত্রে দেখা যেতে পারে। এর আগেও ছোটো পর্দায় চৈতন্য মহাপ্রভুর চরিত্রে অভিনয় করতে দেখা গেছে যীশুকে।

advertisement

আরও পড়ুন Mimi Viral Video: চোখ বন্ধ করে আঁটি থেকে আম চুষে খাচ্ছেন মিমি চক্রবর্তী! বলছেন এটাই নিয়ম, ভিডিও ভাইরাল

১৯৯৭-৯৮ সাল নাগাদ ছোটোপর্দায় একটি সিরিয়াল হতো। যার নাম ছিল মহাপ্রভু। সেই সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছেন যীশু। তাই বর্তমান সময়ে অনেকের কাছে চৈতন্য মহাপ্রভুর চরিত্রে যীশু সেনগুপ্তের প্রথম পছন্দের। এবং ওই সিরিয়ালের হাত ধরেই পর্দায় প্রবেশ তাঁর। পরবর্তী সময়ে প্রচুর বাংলা সিনেমা করেছেন। এবং বলিউড ছবিতেও অভিনয় করতে দেখা গেছে। তবে পরবর্তীতে চৈতন্যদেবের আর কোনও চরিত্রে তাঁকে আর অভিনয় করতে দেখা যায়নি।

advertisement

বছর দুয়েক আগে জাতিস্মরের প্রযোজক রাণা সরকার (Rana Sarkar) একবার জানিয়েছিলেন, ফের চৈতন্য মহাপ্রভুর দৃশ্যে দেখা যেতে পারে যীশুকে। এবং তিনি সেই ছবি প্রযোজনা করবেন। এবং পরিচালনা করবেন সৃজিত। কথাবার্তা চললেও করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকে কাজ।

আবার গুঞ্জন শোনা যাচ্ছে, সম্ভবত এবার শুটিং শুরু হবে শ্রীচৈতন্য বায়েপিকের। রাণা সরকার নাকি কাজও শুরু করেছেন। তবে এবিষয়ে অন্য একটি সংবাদমাধ্যম খবর করেছে, তারা পুরো বিষয়টি নিয়ে রাণা সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু তিনি পুরো বিষয়টিকে শ্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন। এমনকী, প্রি-প্রোডাকশনের কাজও নাকি শুরু হয়নি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Jisshu Sengupta: ছোট পর্দার পর এবার সিনেমায় মহাপ্রভু হবেন যীশু সেনগুপ্ত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল