মায়ের তৃতীয় বিয়ে ভাঙার খবরে যখন সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া তোলপাড় তখনই নিজের প্রেম সম্পর্ককে প্রকাশ্যে আনেন ঝিনুক। শ্রাবন্তী ও তাঁর প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান অভিমন্যু। সম্প্রতি গার্লফ্রেন্ড দামিনীকে নিয়ে কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘুরতে গিয়েছেন অভিমন্যু । সেখান থেকে প্রেমে মাখোমাখো ছবিও পোস্ট করেছেন । লিখেছেন, ‘‘আশীর্বাদ গুলোকে সম্বল করো, শত্রুদের পাত্তা দিও না ।’’
advertisement
মাঝেমধ্যেই প্রেমিকাকে নিয়ে সফরে বেড়িয়ে পড়েন ঝিনুক । সোশ্যাল মিডিয়ায় উঠে আসে তারই দু-এক ঝলক । এর আগে রাজস্থানেও দামিনীকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন অভিমন্যু। যুগলের ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘আমাার রাজত্বের রানি তুমি’ । এ বার কাশ্মীর, উত্তরাখণ্ড । সেই সফরেরই অদেখা ছবি প্রকাশ্যে এল।
গত বিধানসভা নির্বাচনে বিজেপির’র টিকিটে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় । সে সময় মায়ের প্রচারেও দেখা গিয়েছিল ঝিনুককে । সঙ্গে ছিলেন নায়িকার হবু বৌমা দামিনীও । শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন এখন টালমাটাল । তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে আর থাকেন না নায়িকা । অন্যদিকে কলকাতার এক নামী ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে তাঁর প্রেমেক গুঞ্জন শোনা যাচ্ছে । প্রেমিকের জন্মদিনে নাকি তাঁকে হিরে খচিত প্ল্যাটিনামের আংটিও উপহার দিয়েছেন নায়িকা । পরিবারের সকলের সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছেন বর্তমান মনের মানুষের ।