ফের একবার প্রতিবাদে মুখর মিমি। এবার তাঁর নিশানায় জনপ্রিয় মার্কিন ফুড চেন সংস্থা সাবওয়ে। মিমির অভিযোগ, ১৬ সেপ্টেম্বর তিনি নিউটাউনের কাছে ইকো স্পেসে শ্যুটিং করতে গিয়েছিলেন। সেখানকার সাবওয়ে আউটলেট থেকে একটি সাব অর্ডার করেন। কিন্তু খাবার হাতে পেয়ে রীতিমত চমকে ওঠেন অভিনেত্রী। সাংসদের দাবি, যে সাব বার্গার তাঁকে ডেলিভারি দেওয়া হয়েছিল, তার ওপর পুরু হয়ে ছত্রাক জন্মেছিল। প্রবল ক্ষোভে সেই বার্গারের ছবি সাবওয়ে ইন্ডিয়াকে ট্যাগ করে নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেন তিনি। পাশাপাশি কলকাতা পুরসভার খাদ্য বিভাগেও অভিযোগ দায়ের করেছেন।
advertisement
মিমি তাঁর ট্যুইটে লিখেছেন, 'যাঁরা সাবওয়ে থেকে খাবার অর্ডার করেন, এবার অর্ডার করার আগে দুবার ভাববেন। ১৬ সেপ্টেম্বর শ্যুটিং করতে গিয়ে ইকো স্পেসের সাবওয়ে থেকে খাবার অর্ডার করেছিলাম। দেখুন কী খাবার দেওয়া হয়েছে।'
এখানেই শেষ হয়নি অভিনেত্রী সাংসদের প্রতিবাদের। তিনি ট্যুইটে সাবওয়ের দিকে আঙুল তুলে তাঁদের কর্তব্যে গাফিলতির বিষয়টি সকলের সামনে তুলে ধরেছেন। এ দিকে ইতিমধ্যে পুরসভার খাদ্য বিভাগে পৌঁছে গিয়েছে মিমির অভিযোগ। এ দিন মিমির প্রতিবাদকে সমর্থন করেছেন নেটিজেনরাও। অনেকেই সংস্থার লাইসেন্স বাতিলের দাবি তুলেছেন।