তাঁদের বিয়ের দিন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গিয়েছিলেন নবদম্পতিকে আশীর্বাদ করতে । সঙ্গে নিয়ে গিয়েছিলেন ছোট্ট উপহারও । দেবলীনা-গৌরবকে আশীর্বাদ করে সেই উপহার তাঁদের হাতে তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । আর সেই স্মরণীয় মুহূর্তই ফ্রেমবন্দী করা হয়েছিল । সেই ছবিই গতকাল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দেবলীনা । কিন্তু ছবির ক্যাপশনে মারাত্মক একটি ভুল করেন । মুখ্যমন্ত্রীর পদমর্যাদা লিখতে গিয়ে তিনি লেখেন, ‘হেড অফ দ্য স্টেট’ অর্থাৎ ‘রাজ্যের প্রধান’ । তাঁর সম্পূর্ণ লেখাটি ছিল, ‘‘রাজ্যের প্রধান যখন আপনার বিয়েতে আশীর্বাদ জানাতে আসেন ।’’
advertisement
কিন্তু মুখ্যমন্ত্রী তো রাজ্যের প্রধান নন । এই পদে রয়েছেন রাজ্যের রাজ্যপাল । মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের প্রধান । এই ভুলটিই ধরিয়ে দেন এক নেটনাগরিক । সঙ্গে সঙ্গে অবশ্য নিজের ভুল বুঝতে পারেন ও শুধরে নেন দেবলীনা । কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে । সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে ।