অঙ্কিতার কথায়, "১০ মাস যে কীভাবে কেটে গেল তা বুঝতেই পারলাম না। কালই ১০ মাস হল। আর আমি ভাবছিলাম কী ভাবে হল। ওর আগের ছবিগুলি যেমন ১ মাস বা ২ মাস বয়সের ছবিগুলি দেখছিলাম। আর ভাবছিলাম সেই সময়ে আমার অনুভূতি কেমন ছিল।"
তবে আনন্দের সঙ্গে সঙ্গে মেয়ে বড় হচ্ছে বলে একটু মন খারাপও রয়েছে অঙ্কিতার। অভিনেত্রী বলছেন, "হালকা মন খারাপও রয়েছে। আমি চাই না ও খুব তাড়াতাড়ি বড় হয়ে যাক। শুনতে খুব অবাক লাগলেও, ওর শৈশবটা আমি খুব উপভোগ করছি। আমি ওর শৈশবের কিছু মিস করতে চাই না। তাই আমি কাজও শুরু করছি না। অন্তত ওর ১ বছর হওয়া অবধি আমি কাজ শুরু করব না। এই সময়টা শুধু আরুণ্যার জন্য।"
advertisement
শিশু যখন বেড়ে ওঠে তাঁর সমস্ত কিছুই মা বাবার কাছেই স্পেশাল থাকে। তেমনই আরুণ্যার বেড়ে ওঠার প্রতিটি ক্ষণ অঙ্কিতার কাছে খুব বিশেষ। তবে এর মধ্যে সবচেয়ে স্পেশাল হলো, যেদিন প্রথন আরুণ্যা অঙ্কিতাকে মা বলে ডাকল। সেই মুহূর্তটা রেকর্ড করে ফেসবুকেও শেয়ার করেছেন অভিনেত্রী।
অঙ্কিতা বলছেন, "একদিন খেলা করতে করতে হঠাৎই 'মাম্মা মাম্মা' বলে ডাকছে। আমি সেদিন বাকরুদ্ধ হয়ে যাই। সেটা যে কী অসাধারাণ অনুভূতি ছিল যে কোনো মা-ই বলতে পারবেন, এটা যে কী ভালো একটা মুহূর্ত। ওই ভিডিওটা ভালো করে দেখলে বোঝা যাবে, ও সেদিন মা-বাবা দুটোই বলেছে। সেই দিনটা আমার ও সৌমিত্র দুজনের জন্যই সেরা।"
ছোট্ট আরুণ্যা যেমন দুষ্টু হয়েছে, তেমনই নাকি মাকে চোখে হারায়। অঙ্কিতা জানাচ্ছেন, মাকে চোখের সামনে না দেখলেই ও চেঁচাতে শুরু করে দেয়। অঙ্কিতা বলছেন, "এখন ও ছোট তাই আমায় চোখে হারায়। আমার ব্যাপারটা বেশ মজাই লাগে। কিন্তু বড় হয়ে যাবে যখন, বাইরে পড়তে যাবে যখন তখন হয়তো ফোনই ধরবে না! আমিও আমার মার সঙ্গে এমন করেছি। বাচ্চারা করে। তবে আমি আগে থেকেই প্রস্তুত। তবে আমি এই মুহূর্তটা খুব উপভোগ করছি।"