TRENDING:

Bengali Serial News: দেখতে দেখতে ১০ মাস বয়স হয়ে গেল একরত্তি কন্যার! কিন্তু মন খারাপ কেন অঙ্কিতার

Last Updated:

মেয়ের থেকে প্রথমবারের জন্য মা ডাকও শুনেছেন তিনি। নিউজ ১৮ বাংলার সঙ্গে সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন অঙ্কিতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সময় কীভাবে বয়ে যায়, সেই টের কেউ পায় না। সেরকমই দেখতে দেখতে চোখের পলকে ১০ মাস বয়স পূর্ণ করে ফেলল অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পালের একরত্তি কন্যা। আর এরই মধ্যে একেবারে নতুন এক অভিজ্ঞতাও হয়ে গিয়েছে অঙ্কিতার। মেয়ের থেকে প্রথমবারের জন্য মা ডাকও শুনেছেন তিনি। নিউজ ১৮ বাংলার সঙ্গে সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন অঙ্কিতা।
advertisement

অঙ্কিতার কথায়, "১০ মাস যে কীভাবে কেটে গেল তা বুঝতেই পারলাম না। কালই ১০ মাস হল। আর আমি ভাবছিলাম কী ভাবে হল। ওর আগের ছবিগুলি যেমন ১ মাস বা ২ মাস বয়সের ছবিগুলি দেখছিলাম। আর ভাবছিলাম সেই সময়ে আমার অনুভূতি কেমন ছিল।"

তবে আনন্দের সঙ্গে সঙ্গে মেয়ে বড় হচ্ছে বলে একটু মন খারাপও রয়েছে অঙ্কিতার। অভিনেত্রী বলছেন, "হালকা মন খারাপও রয়েছে। আমি চাই না ও খুব তাড়াতাড়ি বড় হয়ে যাক। শুনতে খুব অবাক লাগলেও, ওর শৈশবটা আমি খুব উপভোগ করছি। আমি ওর শৈশবের কিছু মিস করতে চাই না। তাই আমি কাজও শুরু করছি না। অন্তত ওর ১ বছর হওয়া অবধি আমি কাজ শুরু করব না। এই সময়টা শুধু আরুণ্যার জন্য।"

advertisement

শিশু যখন বেড়ে ওঠে তাঁর সমস্ত কিছুই মা বাবার কাছেই স্পেশাল থাকে। তেমনই আরুণ্যার বেড়ে ওঠার প্রতিটি ক্ষণ অঙ্কিতার কাছে খুব বিশেষ। তবে এর মধ্যে সবচেয়ে স্পেশাল হলো, যেদিন প্রথন আরুণ্যা অঙ্কিতাকে মা বলে ডাকল। সেই মুহূর্তটা রেকর্ড করে ফেসবুকেও শেয়ার করেছেন অভিনেত্রী।

advertisement

অঙ্কিতা বলছেন, "একদিন খেলা করতে করতে হঠাৎই 'মাম্মা মাম্মা' বলে ডাকছে। আমি সেদিন বাকরুদ্ধ হয়ে যাই। সেটা যে কী অসাধারাণ অনুভূতি ছিল যে কোনো মা-ই বলতে পারবেন, এটা যে কী ভালো একটা মুহূর্ত। ওই ভিডিওটা ভালো করে দেখলে বোঝা যাবে, ও সেদিন মা-বাবা দুটোই বলেছে। সেই দিনটা আমার ও সৌমিত্র দুজনের জন্যই সেরা।"

advertisement

ছোট্ট আরুণ্যা যেমন দুষ্টু হয়েছে, তেমনই নাকি মাকে চোখে হারায়। অঙ্কিতা জানাচ্ছেন, মাকে চোখের সামনে না দেখলেই ও চেঁচাতে শুরু করে দেয়। অঙ্কিতা বলছেন, "এখন ও ছোট তাই আমায় চোখে হারায়। আমার ব্যাপারটা বেশ মজাই লাগে। কিন্তু বড় হয়ে যাবে যখন, বাইরে পড়তে যাবে যখন তখন হয়তো ফোনই ধরবে না! আমিও আমার মার সঙ্গে এমন করেছি। বাচ্চারা করে। তবে আমি আগে থেকেই প্রস্তুত। তবে আমি এই মুহূর্তটা খুব উপভোগ করছি।"

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial News: দেখতে দেখতে ১০ মাস বয়স হয়ে গেল একরত্তি কন্যার! কিন্তু মন খারাপ কেন অঙ্কিতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল