TRENDING:

পর্দার ‘দুষ্টু’ ছেলে সায়ক, এ বার পছন্দের গায়িকার সঙ্গে প্রকাশ্যেই জমিয়ে প্রেম করলেন! দেখুন ভিডিও

Last Updated:

ইউটিউব সেনসেশন দেবলীনার (Debolinaa Nandy) সঙ্গেই এ বার জুটি বাঁধলেন অভিনেতা সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty) । রেট্রো প্রেমে ধরা দিলেন দু’জনে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পর্দায় তাঁকে সকলে দুষ্টু বুদ্ধিতে ভরপুর, কুখ্যাত ভিলেন হিসাবেই বেশি দেখেন । লোকে নায়ক হওয়ার জন্য মুখিয়ে থাকেন, আর সায়ক বলেন, তিনি নেগেটিভ চরিত্র করতেই বেশি আগ্রহী । সায়ক, অর্থাৎ সায়ক চক্রবর্তী । ‘করুণাময়ী রাণী রাসমণী’ ধারাবাহিকে তিনি ‘মহীন’, রানির বড় মেয়ের পদ্মমণি’র ছেলে । আবার ‘কাদম্বিনী’তে মন্মথ, সেখানেও খলনায়ক । এরপর সান বাংলায় ‘অগ্নিশিখা’ । সায়কের চরিত্রের নাম ‘রক্তিম’ । এটিও নেগেটিভ । একের পর এক ভিলেনের চরিত্রে নিজেকে দেখতে অবশ্য এতটুকু খারাপ লাগে না তাঁর । বরং এনজয় করেন, এমনটাই বলেন অভিনেতা ।
advertisement

তবে পছন্দের গায়িকার সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করার সুযোগ পেলে, তা কি আর ছাড়া যায়? গায়িকা দেবলীনা নন্দী । ইউটিউবে তাঁর ভক্ত সংখ্যা অগুন্তি । ২০১৭ সালে পুজোর সময় মুক্তি পেয়েছিল তাঁর গান ‘বাজলো তোমার আলোর বেণু’ । তারপর থেকেই হু হু করে বাড়তে থাকে দেবলীনার ফ্যান ফলোয়ার্স । বর্তমানে ৬ লাখ ৮০ হাজার সাবস্ক্রাইবার রয়েছে তাঁর ঝুলিতে । তাঁর ‘আয়ি গিরি নন্দিনী’ দারুণ সাড়া ফেলেছিল । এ ছাড়াও ‘আমার ভিতর বাহিরে’, ‘বর্ণে গন্ধে ছন্দে গীতিতে’ তাঁর ভীষণ জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম ।

advertisement

একাধারে নাচ, অন্যদিকে গান...সব মিলিয়ে জমাটি প্যাকেজ হল দেবলীনা । সেই ইউটিউব সেনসেশন দেবলীনার সঙ্গেই এ বার জুটি বাঁধলেন অভিনেতা সায়ক চক্রবর্তী । রেট্রো প্রেমে ধরা দিলেন দু’জনে । হেমন্ত মুখোপাধ্যায়ের সুপার হিট গান ‘অলির কথা শুনে’র সঙ্গে অভিনয় করতে দেখা গেল সায়ক-দেবলীনা জুটিকে । সায়ক, দেবলীনা ছাড়াও এতে অভিনয় করেছেন প্রীতি বিশ্বাস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়দেব মেলার আগে প্রশাসনের বিরাট চমক! চালু হল 'প্রয়াস', ঝামেলা ছাড়াই হবে স্টল বুকিং
আরও দেখুন

সায়ক জানালেন, দেবলীনা তাঁর ভীষণই প্রিয় গায়িকা । তা ছাড়া এত মিষ্টি মেয়ে যে, তাঁকে একটু একটু পছন্দও হয়েছিল তাঁর । সেই সময় অফারটা আসে । সুতরাং লুফে নেওয়া ছাড়া আর কোনও পথ ছিল না । যদিও প্রথমে অল্প স্ক্রিন স্পেস পাওয়ায় মনটা খচখচ করছিল । পরে গল্পটা শুনে অবশ্য সেই দো’টানা কেটে গেল । গল্পটাই এমন যে, এর চেয়ে বেশি পর্দায় নায়ককে দেখানো হলে, শেষের মজাটা আর থাকত না । সায়ক জানালেন, খুব শীঘ্রই দেবলীনার সঙ্গে জন্মাষ্টমী স্পেশ্যাল মিউজিক ভিডিওতে কাজ করবেন তিনি । সেখানে কৃষ্ণের বেশে ফের দর্শকদের সামনে উপস্থিত হবেন সায়ক । আর রাধা সাজবেন দেবলীনা নিজে ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
পর্দার ‘দুষ্টু’ ছেলে সায়ক, এ বার পছন্দের গায়িকার সঙ্গে প্রকাশ্যেই জমিয়ে প্রেম করলেন! দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল