তবে পছন্দের গায়িকার সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করার সুযোগ পেলে, তা কি আর ছাড়া যায়? গায়িকা দেবলীনা নন্দী । ইউটিউবে তাঁর ভক্ত সংখ্যা অগুন্তি । ২০১৭ সালে পুজোর সময় মুক্তি পেয়েছিল তাঁর গান ‘বাজলো তোমার আলোর বেণু’ । তারপর থেকেই হু হু করে বাড়তে থাকে দেবলীনার ফ্যান ফলোয়ার্স । বর্তমানে ৬ লাখ ৮০ হাজার সাবস্ক্রাইবার রয়েছে তাঁর ঝুলিতে । তাঁর ‘আয়ি গিরি নন্দিনী’ দারুণ সাড়া ফেলেছিল । এ ছাড়াও ‘আমার ভিতর বাহিরে’, ‘বর্ণে গন্ধে ছন্দে গীতিতে’ তাঁর ভীষণ জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম ।
advertisement
একাধারে নাচ, অন্যদিকে গান...সব মিলিয়ে জমাটি প্যাকেজ হল দেবলীনা । সেই ইউটিউব সেনসেশন দেবলীনার সঙ্গেই এ বার জুটি বাঁধলেন অভিনেতা সায়ক চক্রবর্তী । রেট্রো প্রেমে ধরা দিলেন দু’জনে । হেমন্ত মুখোপাধ্যায়ের সুপার হিট গান ‘অলির কথা শুনে’র সঙ্গে অভিনয় করতে দেখা গেল সায়ক-দেবলীনা জুটিকে । সায়ক, দেবলীনা ছাড়াও এতে অভিনয় করেছেন প্রীতি বিশ্বাস।
সায়ক জানালেন, দেবলীনা তাঁর ভীষণই প্রিয় গায়িকা । তা ছাড়া এত মিষ্টি মেয়ে যে, তাঁকে একটু একটু পছন্দও হয়েছিল তাঁর । সেই সময় অফারটা আসে । সুতরাং লুফে নেওয়া ছাড়া আর কোনও পথ ছিল না । যদিও প্রথমে অল্প স্ক্রিন স্পেস পাওয়ায় মনটা খচখচ করছিল । পরে গল্পটা শুনে অবশ্য সেই দো’টানা কেটে গেল । গল্পটাই এমন যে, এর চেয়ে বেশি পর্দায় নায়ককে দেখানো হলে, শেষের মজাটা আর থাকত না । সায়ক জানালেন, খুব শীঘ্রই দেবলীনার সঙ্গে জন্মাষ্টমী স্পেশ্যাল মিউজিক ভিডিওতে কাজ করবেন তিনি । সেখানে কৃষ্ণের বেশে ফের দর্শকদের সামনে উপস্থিত হবেন সায়ক । আর রাধা সাজবেন দেবলীনা নিজে ।