এক সাক্ষাৎকারে রাহুলকে এসব প্রশ্ন করা হলে রাহুল জবাবে বলে, “আমি কি সন্দীপ্তার সঙ্গে সম্পর্কে রয়েছি বা ছিলাম সেকথা কখনও বলেছি? তাহলে ব্রেক-আপের প্রশ্ন আসছে কেন? সন্দীপ্তা আর আমি দুজনেই প্রথম থেকে খুব ভালো বন্ধু ছিলাম, আগামীতেও বন্ধু থাকব”। অন্যদিকে রুকমার প্রসঙ্গ উঠতে রাহুল বলেন, “রাজা এবং মাম্পি, সিরিয়ালে দুটি চরিত্রের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকের পছন্দ হয়েছে। তা বলে ওঁর সঙ্গেও আমি সম্পর্কে রয়েছি এমন রটনার কোনও মানে নেই। রুকমা তো আমার বোনের মতো”।
advertisement
সম্প্রতি, রাহুল নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে 'চিরদিনই তুমি যে আমার' (Chirodini Tumi Je amar) ছবির একটি স্মৃতি শেয়ার করেছিলেন। ছবিটিতে রাহুল এবং তাঁর প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে (Priyanka Sarkar) দেখা গিয়েছিল। এরপর জল্পনা ছড়িয়ে পড়ে টলিপাড়ায়। তাঁর অনুরাগীরা জিজ্ঞেস করে রাহুল কি প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কাকে মিস করছেন? রাহুল উত্তরে বলেন, “চিরদিনই তুমি যে আমার হল, আমাদের জীবনের একটি যুগান্তকারী ছবি। আমি শুধু সেই স্মৃতিটুকুকে ভাগ করে নিয়েছি। আমি পাওলি দাম (Paoli Dam) ও তনুশ্রী চক্রবর্তীর (Tanushree Chakraborty) সঙ্গেও কাজ করব। ওঁদের সঙ্গেও ছবি ভাগ করব। এটাকে অন্যভাবে ধরার কিছু নেই”।