নতুন বছর সেলিব্রেট করতে কলকাতার বাইরে পাড়ি দিয়েছেন মিমি। সেখান থেকে একাধিক ছবি শেয়ার করেছেনও। যার মধ্যে চর্চায় এসেছে মিমির বিকিনি পরা ছবিটি। ছবিটি শেয়ার করার মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। তবে ছবিটি প্রকাশের পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। কেউ মিমিকে সানি লিওনের সঙ্গে তুলনা করছেন। মিমির অন্ধ ভক্তদের কেউ আবার লিখেছেন, মিমি ছুটি কাটাতে গিয়েছেন। সেখানে এমনটা করতেই পারেন। এটি নিয়ে বিতর্কের কী আছে?
advertisement
এর মধ্যেই আজ মঙ্গলবার একটি বোল্ড ছবি পোস্ট করেছেন মিমি ৷ যেখানে নায়িকার নির্মেদ শরীরের ছবি ধরা পড়েছে ৷ সঙ্গে দেখা যাচ্ছে তাঁর পেটে এসেছে অ্যাবসও ৷
তবে এ নিয়ে কটাক্ষ করেছেন টলিউড নায়ক অঙ্কুশ ৷ যাঁর সঙ্গে মিমি বেশ অনেকগুলো ছবিতে অভিনয় করেছেন ৷ তবে একে কটাক্ষ না বলে, খুনসুটি বলা ভাল ৷ আসলে নায়িকার পেটে অ্যাবস এসেছে ৷ যা দেখে অঙ্কুশ প্রশ্ন তুলেছেন ৷ ইনস্টাগ্রামে নায়িকার সেই ছবির নীচে তিনি কমেন্ট করেন, ‘‘পাগলা অ্যাপসটার নাম বল প্লিজ’’৷ তাঁর এই প্রশ্নের মধ্যে লুকিয়ে রয়েছে কটাক্ষ ৷ কেননা অনেকেই বলছেন, অঙ্কুশ নাকি বলতে চেয়েছেন যে, মিমির সেই অ্যাবস নাকি কোনও ফটো এডিটিং অ্যাপসের কারসাজি ৷ তবে থেমে থাকার পাত্রী নন মিমিও ৷ তিনিও পাল্টা লেখেন, ‘‘যেখান থেকে তুমি তোমার অ্যাবসগুলো পেয়েছিলে ৷ মনে পড়ে?’’ তাঁদের দু’জনের মজার বাক্যালাপে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা ৷ তাঁরাও বিভিন্ন ধরনের মন্তব্য করতে শুরু করেছেন ৷