TRENDING:

Viral Video: চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলেন অভিনেতা অঙ্কুশ! ভিডিও ভাইরাল...

Last Updated:

তবে চুরি ধরা পড়লেও লজ্জা পেলেন না অঙ্কুশ(Ankush)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেলেন অভিনেতা অঙ্কুশ৷ তাও আবার ঐন্দ্রিলা ও তাঁর বন্ধু পূজা বন্দ্যোপাধ্যায়ের কাছে! তবে চুরি ধরা পড়লেও লজ্জা পেলেন না অঙ্কুশ৷ উল্টে নিজেকে বুদ্ধিমান বলে প্রমাণ করার চেষ্টা করলেন! এত বড় একজন স্টার যখন এভাবে চুরি বিদ্যা, মহা বিদ্যার ফর্মুলা মেনে চলেন, তখন সত্যিই খুবই বিচলিত হন ভক্তরা৷ তাই তো এই ভিডিও দেখে তারাও খুব হতাশ হয়েছে৷ স্ক্রিনের যিনি হিরো, তিনি যে বাস্তব জীবনের হিরো হবেন, সেটাই আশা করেন ভক্তরা৷ কিন্তু সেটা তো হলই না, বরং অঙ্কুশকে চিটিং করতে দেখে কিছুটা লজ্জায় পড়লেন তাঁর ফ্যানরা৷
advertisement

টলিউডের জনপ্রিয় জুটি অঙ্কুশ ও ঐন্দ্রিলা। তাঁরা চুটিয়ে প্রেম করছেন বহুদিন ধরেই। অঙ্কুশ বড় পর্দাতে দাপিয়ে কাজ করছেন, আর ঐন্দ্রিলা ছোট পর্দার মধ্যমণি। তবে দু'জনে এক সঙ্গে 'ম্যাজিক' ছবিতে অভিনয়ও করেছেন। ছবির সাফল্যও এসেছে। সেই সব আনন্দ সেলিব্রেট করতেই এই জুটি গিয়েছিলেন মলদ্বীপে। কিন্তু সেখানে গিয়ে মধুর হল না সব কিছু। করোনার জন্য বহুদিন কোথাও যাননি তাঁরা। কিন্তু এতদিন পরেও পিছু ছাড়লো না করোনা। সেখানে গিয়ে করোনা আক্রান্ত হন করোনা। তবে আপাতত সুস্থ রয়েছেন তিনি৷ অঙ্কুশ এখন জনপ্রিয় বাংলা ডান্স রিয়ালিটি শোয়ের অ্যাঙ্কার৷ নিজেও নাচেন দারুণ৷

advertisement

তাঁর ও ঐন্দ্রিলার খুব ভাল বন্ধু পূজো বন্দ্যোপাধ্যায়৷ সেই পূজার বাড়ি গিয়েছিলেন তাঁরা৷ পূজা, তাঁর স্বামী ও অঙ্কুশ-ঐন্দ্রিলার মধ্যে চলছিল ক্যারাম ম্যাচ৷ সেখানে অঙ্কুশ চিটিং করছিলেন৷ এবং ধরাও পড়ে যান৷ ব্যাস৷ সেই নিয়েই শুরু হয় শোরগোল৷ ঐন্দ্রিলা ও পূজা খুবই প্রতিবাদ করেন৷ কিন্তু অঙ্কুশ তা মানতে চাননি৷ আসলে পুরোটাই হচ্ছিল মজার ছলে৷ বন্ধুদের সঙ্গে নিখাদ-ভাল সময় কাটানোই ছিল লক্ষ্য৷ হাসি-মজায় হলও তাই৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলেন অভিনেতা অঙ্কুশ! ভিডিও ভাইরাল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল